তাঁকে একা ছেড়ে গিয়েছেন ঐন্দ্রিলা। যেই মানুষটা তাঁর লেখা সবথেকে বেশি ভালবাসত, সেই তো আর নেই, তাই কলম ছাড়ার সিদ্ধান্ত সব্যসাচীর।
আরও পড়ুন: হাসপাতালের এক কোণে বসে সব্যসাচী, বন্ধুকে ফোন করে জেনেছেন ফেসবুক বন্ধ করার উপায়
ফেসবুকে সব্যসাচী আর নেই। কিন্তু তিনি ঐন্দ্রিলার সঙ্গী হিসেবে আছেন। অভিনেতা সৌরভ দাস নিউজ18 বাংলাকে বলেছেন, "সব্যর কী অবস্থা, সেটা আশা করি সকলেই বুঝতে পারছেন। হাসপাতালের লিফ্টের এক কোণে বসে আছে ও। ফেসবুক কী ভাবে বন্ধ করতে হয়, সেটা আমার থেকে জেনে নিল।"
advertisement
ফেসবুকে আর লিখবেন না সব্যসাচী। এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ ব্যাখ্যা করে সৌরভ বললেন, "ঐন্দ্রিলা ওর লেখা খুব ভালবাসত। ওকে লেখার জন্য উৎসাহিত করত। ওর চলে যাওয়ার পর সব্য আর কিছু লিখতে চায় না।"
আরও পড়ুন: স্টুডিও পাড়ায় আজ আসবেন অন্য ঐন্দ্রিলা! শেষযাত্রা কোন পথে? জানালেন সৌরভ
রবিবার দুপুর ১২.৫৯-এ শেষ নিশ্বাস ঐন্দ্রিলা। সকালেই পরিবারকে ডেকে পাঠিয়েছিল হাসপাতাল থেকে। এবার 'জিয়নকাঠি'র শেষ যাত্রার পালা। সৌরভ নিউজ18 বাংলাকে জানিয়েছেন, রবিবার বিকেল ৪টে নাগাদ হাসপাতাল থেকে বেরিয়েছে সকলে। ঐন্দ্রিলাকে নিয়ে যাওয়া হবে তাঁর কলকাতার আবাসনে। সেখান থেকে অভিনেত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিয়োতে। তার পর সোজা ক্যাওড়াতলা। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে ঐন্দ্রিলার।
শ্যুটের কারণে আপাতত সৌরভ বিদেশে। কিন্তু তিনি সব্যসাচীর পাশে রয়েছেন সর্বক্ষণ।