গত শনিবার অর্থাৎ ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী ছবি ছিল ফাখরুল আরেফিন খান পরিচালিত 'জেকে ১৯৭১'। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন সব্যসাচী। ছবির প্রদর্শনে থাকার জন্য বাংলাদেশ গিয়েছিলেন সব্যসাচী।
আরও পড়ুন: কাশ্মীর ফাইলস থেকে গাঙ্গুবাই, অস্কার নমিনেশনের জন্য যুদ্ধে একাধিক ভারতীয় ছবি!
advertisement
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
সেখানে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনয় জীবন থেকে অবসর নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। সব্যসাচী বলেন, "আমি আর অভিনয় করতে চাই না। আমার বয়স হয়েছে। এ বার নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত।"
তিন দশক ধরে অভিনয় করছেন সব্যসাচী। সুদীর্ঘ কেরিয়ারে অসংখ্য সফল ছবি এসেছে তাঁর ঝুলিতে। সম্প্রতি মধুর ভাণ্ডারকার পরিচালিত 'বাবলি বাউন্সার'-এ দেখা যায় তাঁকে। এ ছাড়াও শুভ্রজিৎ মৈত্র পরিচালিত 'অভিযাত্রিক'-এও অভিনয় করেন তিনি।