কাশ্মীর ফাইলস থেকে গাঙ্গুবাই, অস্কার নমিনেশনের জন্য যুদ্ধে একাধিক ভারতীয় ছবি!
- Published by:Teesta Barman
Last Updated:
যদিও রিমাইন্ডার লিস্ট মানই নমিনেশনের দরজা পুরোপুরি খুলে যাওয়া নয়। আগামী ১২ তারিখ থেকে নির্বাচনের পদ্ধতি শুরু হবে। মোট ৯,৫৭৯ জন সদস্য ব্যালটে ভোট দেবেন। প্রক্রিয়া শেষ হবে আগামী ১৭ জানুয়ারি।
#মুম্বই: অস্কার নমিনেশনের জন্য যোগ্য তালিকায় স্থান একাধিক ভারতীয় ছবির। ২০২৩ সালের অস্কারের রিমাইন্ডার লিস্টে জায়গা করে নিল 'আরআরআর', 'কান্তারা', 'দ্য কাশ্মীর ফাইলস', 'চেলো শো', 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' এবং 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'।
মঙ্গলবার তালিকা প্রকাশ করল দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এই ছবিগুলিই অস্কারের নমিনেশনে যাওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে পারবে। যদিও রিমাইন্ডার লিস্ট মানই নমিনেশনের দরজা পুরোপুরি খুলে যাওয়া নয়। আগামী ১২ তারিখ থেকে নির্বাচনের পদ্ধতি শুরু হবে। মোট ৯,৫৭৯ জন সদস্য ব্যালটে ভোট দেবেন। প্রক্রিয়া শেষ হবে আগামী ১৭ জানুয়ারি। ২৪ জানুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা।
advertisement
The Kashmir Files, Kantara, RRR, Gangubai Kathiawadi and Chhello Show (Last Film Show) qualify to be eligible for nomination to the #Oscars2023. (Pics - Academy Awards website) pic.twitter.com/H1h3ISRstq
— ANI (@ANI) January 10, 2023
advertisement
মঙ্গলবার 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী ট্যুইট করেন, 'আমাদের ছবিটি অস্কার ২০২৩-এর দ্য অ্যাকাডেমির প্রথম লিস্টে এই ছবি শর্টলিস্টেড হল। ভারতের তরফে যে ৫টি ছবি এই লিস্টে জায়গা করে নিয়েছে তার মধ্যে এটি অন্যতম। আমি বাকি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ছবির জন্য এটা একটি দারুণ বছর।'
advertisement
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
আরও পড়ুন: গেরুয়া বহু নায়িকার পছন্দের রং ছিল, পাঠান তরজায় আশা! বোর্ডের অনুমোদন পেয়েও গানে কাঁচি চালানো হবে?
ঋষভ শেঠি, কিশোর, অচ্ছুৎ কুমার সেরা অভিনেতা বিভাগে এবং সপ্তমী গৌড়া, মানসী সুধীর সেরা অভিনেত্রী বিভাগে জায়গা করে নিয়েছেন। 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র জন্য আলিয়া এবং অজয় দেবগন শর্টলিস্টেড হয়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 2:36 PM IST