TRENDING:

Rupankar’s new song: নির্জন যাত্রাপথে সেন্টিমেন্টই ভরসা? নাকি এভাবেই ফিরে এলেন? রূপঙ্করের নতুন গানে কী বললেন নেটিজেনরা

Last Updated:

Rupankar’s new song: সমাজের তরুণ অংশের কাছে রূপঙ্কর কি এখনও এতটাই অগ্রহণযোগ্য?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : বলেছিলেন, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন ৷ এলেও কথা বলবেন ভেবে চিন্তে ৷ মনের কথা আর কখনওই উজাড় করে দেবেন না সেখানে ৷ কেকে-বিতর্কঝড়ের পর আবার তাঁর একক নতুন গান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন রূপঙ্কর বাগচী ৷ শনিবার সন্ধ্যায় তিনি পোস্ট করেছেন নতুন গান ৷ এ বার তিনি বেছে নিয়েছেন রবীন্দ্রসঙ্গীত ‘দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পরা ওই ছায়া’৷ তবে পঙ্কজ মল্লিকের সুরসঙ্গতে যেভাবে গানটির সঙ্গে বাঙালি শ্রোতা পরিচিত, তার থেকে কিঞ্চিৎ পরিবর্তন হয়েছে ৷ যন্ত্রানুষঙ্গ ও গায়কীর ধরনে নতুন ভাবে পেশ করা হয়েছে গানটিকে ৷
Rupankar’s new song
Rupankar’s new song
advertisement

গানের ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে শিল্পী লিখেছেন ‘নির্জন যাত্রাপথ’৷ গানটির বিষয়বস্তু দেখে বোঝা যাচ্ছে বৃদ্ধাশ্রমবাসী বৃদ্ধা ও বৃদ্ধাদের নিঃসঙ্গতা ও একাকিত্বকে তুলে ধরা হয়েছে গানের সঙ্গে ৷ রূপঙ্কর নাকি ইচ্ছে করেই এই বিষয় বেছেছেন, মনে করেন এক নেটিজেন ৷ ওই নেটিজেনের মতে, বৃদ্ধ বৃদ্ধারা হয়তো কেকে-বিতর্ক নিয়ে ওয়াকিবহাল নন৷ তাই তাঁদের কাছে রূপঙ্কর গিয়েছেন ৷ কিন্তু সমাজের তরুণ অংশের কাছে রূপঙ্কর কি এখনও এতটাই অগ্রহণযোগ্য? সামাজিক মাধ্যমে মন্তব্যবাক্সের সাম্প্রতিক ট্রেন্ড কিন্তু সে কথা বলছে না৷ বরং বলছে, সময়ের সঙ্গে সঙ্গে শিল্পীর প্রতি অধিকাংশ শ্রোতাদের বিরূপ মনোভাব এ বার ধীরে ধীরে পাল্টাচ্ছে৷

advertisement

আবার রূপঙ্করের পোস্টে ফিরে এসেছে ‘লাইক’ ও ‘লভ’ ইমোজি৷ এই ক’দিন শুধু রাগ এবং হাসির ইমোজি-ই থাকত তাঁর পেজে ৷ এক নেটিজেন তথা শ্রোতা লিখেছেন, ‘‘বিষাদ-মাখা এই গান অন্তরের গভীর থেকে গাইলেন । আপনার বিষণ্ণতা আমাকে ছুঁয়ে গেলো । অসম্ভব ভালো-লাগায় মন ভরে গেলো। আশা করি আপনার খারাপ সময় কেটে গিয়ে আলোর ঠিকানা খুঁজে পাবেন। পাশে আছি, থাকবো । ভালো থাকবেন।’’ আর একজনের মন্তব্য, ‘‘দেরি করে হলেও আপনি যে আপনার ভুল স্বীকার করেছেন এটাই অনেক। ভাল থাকবেন৷’’নেটিজেনদের একাংশের ধারণা, এই গানের মাধ্যমেই রূপঙ্কর ভুল স্বীকার করলেন ৷

advertisement

আরও পড়ুন : ‘হিন্দি গানের সঙ্গে নাচ করছেন? বর বকবে যে...’,আগের রিল ভিডিও ভাইরাল হয়ে তীব্র কটূক্তির শিকার রূপঙ্করের স্ত্রী চৈতালি

আরও পড়ুন :  ভালবাসা আজ তীব্র ক্ষোভ, রূপঙ্কর-চৈতালি থাকলে তাঁরা দেখবেন না রিয়্যালিটি শো, জানালেন দর্শকরা

রয়েছে উল্টোসুরও ৷ শ্রোতাদের দরবারে ফিরে আসার জন্যই তিনি সেন্টিমেন্টকে কাজে লাগাচ্ছেন, ধারণা অনেকেরেই৷ কটূক্তি এসেছে ক্যাপশন নিয়েও ৷ বলা হয়েছে, চার দিক থেকে ধাক্কা খেয়ে শিল্পীর যাত্রাপথ এ বার নির্জন ৷ সেই যাত্রাপথে তিনি যতই গান শুনিয়ে থাকুন না কেন, পুরনো জায়গা আর ফিরে পাবেন না-এ মত প্রকাশ করেছেন অনেকেই৷ ‘হু ইজ কেকে, ম্যান’-এর পাল্টা তাঁদের কলমে এখনও ‘হু ইজ রূপঙ্কর’ মন্তব্যই জ্বলজ্বল করছে ৷ গানে মুগ্ধতা নয়, তাঁরা বরং মনে রেখেছেন কেকে-এর পারফরম্যান্স উল্লেখ করে বলা রূপঙ্করের কথাগুলোই ৷

advertisement

আরও পড়ুন : ‘পাশে থাকা মানে কী, চৈতালি দি’?’ স্বামীর সমর্থনে রূপঙ্করের স্ত্রীর ফেসবুকে লেখা কবিতায় প্রশ্ন নেটিজেনদের

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

কিন্তু ভুল তো মানুষমাত্রই করে ৷ সেই ভুলের কি ক্ষমা হবে না? এই প্রশ্নও কম শ্রোতার নয় ৷ কেউ কেউ তো লিখেইছেন রূপঙ্করের উপর সব রাগ পড়ে গিয়েছে তাঁর এই গান শুনে ৷ সঙ্গে শুভার্থীদের পরামর্শ, রূপঙ্কর যেন গান নিয়েই থাকেন ৷ এর বাইরে অন্য কিছু না করেন ৷ কারণ গানেই তাঁকে সবথেকে ভাল মানায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupankar’s new song: নির্জন যাত্রাপথে সেন্টিমেন্টই ভরসা? নাকি এভাবেই ফিরে এলেন? রূপঙ্করের নতুন গানে কী বললেন নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল