TRENDING:

Rupankar in Reality Show: ভালবাসা আজ তীব্র ক্ষোভ, রূপঙ্কর-চৈতালি থাকলে তাঁরা দেখবেন না রিয়্যালিটি শো, জানালেন দর্শকরা

Last Updated:

Rupankar in Reality Show: কেকে-এর উদ্দেশে তাঁর বিতর্কিত লাইভ তিনি মুছে দিয়েছেন ৷ কিন্তু রূপঙ্করের ফেসবুক পেজে তাঁর প্রতিটি পোস্টেই বিষোদগার করে চলেছেন নেটিজেনরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : একটা মন্তব্যের রেশ যে কত সুদূরপ্রসারী হতে পারে, হাড়ে হাড়ে টের পাচ্ছেন রূপঙ্কর বাগচী ৷ নিজের ক্ষোভ উগরে দিতে তিনি ব্যবহার করেছিলেন সামাজিক মাধ্যমকে ৷ এ বার তিনি ব্যুমেরাংবিদ্ধ ৷ সামাজিক মাধ্যমে ক্রমাগত নিন্দিত হয়ে চলেছেন তিনি ৷ তাঁর নিজের দুঃখপ্রকাশ, স্ত্রী চৈতালির কবিতা-কোনও কিছুতেই ম্লান হয়নি ‘হু ইজ কেকে, ম্যান’ মন্তব্যের অভিঘাত ৷ বরং রূপঙ্করের কাগজ দেখে পড়ে সাংবাদিক বৈঠকে দুঃখপ্রকাশে আরও বেড়েছে সমালোচনা ৷ তাঁর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে স্বামীর দোষকে আড়াল করার ৷
এই শো-এই নিজেদের জীবনের গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রূপঙ্কর ও চৈতালি
এই শো-এই নিজেদের জীবনের গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রূপঙ্কর ও চৈতালি
advertisement

কেকে-এর উদ্দেশে তাঁর বিতর্কিত লাইভ তিনি মুছে দিয়েছেন ৷ কিন্তু রূপঙ্করের ফেসবুক পেজে তাঁর প্রতিটি পোস্টেই বিষোদগার করে চলেছেন নেটিজেনরা ৷ তাঁর সব পোস্ট থেকেই উধাও ভালবাসার হৃদয় ইমোজি ৷ বরং সেখানে জ্বলজ্বল করছে ক্ষোভের এবং হাসির ইমোজি ৷ পাশাপাশি কোনওমতে টিকে আছে ‘লাইক’ ইমোজি ৷ বেশ কিছু দিন আগে রূপঙ্করের করা পোস্টে গিয়েও মন্তব্যবাক্সে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা ৷ কেকে বিতর্কের সঙ্গে যে সব পোস্টের কোনও সম্পর্ক নেই ত্রিসীমানায়, সে সব পোস্টের উত্তরেও তীব্র আক্রমণ করেছেন নেটিজেনরা ৷ বাদ নেই স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’-ও ৷

advertisement

জিতের সঞ্চালনায় এই রিয়্যালিটি শো-এ অংশ নিয়েছেন রূপঙ্কর ও তাঁর স্ত্রী চৈতালি ৷ শো-এর বিভিন্ন সময়ের, নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন রূপঙ্কর ৷ আগে সেখানে ভাল লাগার, ভালবাসার মন্তব্য জানাতে দ্বিধা করেননি নেটিজেনরা ৷ এখন সম্পূর্ণ উল্টো সুর, বিপরীত ছবি ৷ নেটিজেনরা সরাসরি দাবি করেছেন, এই শো থেকে বাদ দিতে হবে রূপঙ্কর ও চৈতালির জুটিকে ৷ কারণ তাঁরা কোনও মতেই এই জুটিকে বরদাস্ত করতে পারছেন না ৷ শুধু রূপঙ্করের ফেসবুকই নয় ৷ দর্শকরা তাঁদের মতামত জানিয়েছেন স্টার জলসার ফেসবুক পেজেও ৷ সেখানেও ‘ইস্মার্ট জোড়ি’ সংক্রা্ত পোস্টের নীচে দর্শকরা জানিয়েছেন এই শো-এ তাঁরা রূপঙ্কর-চৈতালিকে চান না ৷ বরং তাঁদের দাবি, ফিরিয়ে আনতে হবে জিতু-নবনীতার জুটিকে ৷

advertisement

আরও পড়ুন : দাম্পত্যে তিক্ততা ক্রমশই বাড়ছে? দূর করুন সহজেই

আরও পড়ুন : অতিরিক্ত গরমে চোখের সমস্যারও শেষ নেই, এখনই সতর্কতা না নিলে বড় বিপদ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অথচ এই শো-এই নিজেদের জীবনের গল্প সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন রূপঙ্কর ও চৈতালি ৷ জানিয়েছিলেন, ইচ্ছে থাকা সত্ত্বেও জন্মদাত্রী হতে পারেননি চৈতালি ৷ তার পর তাঁরা দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন ৷ সেই সিদ্ধান্তের পথ ধরেই জীবনে আসে তাঁদের মেয়ে ‘মহুল’ ৷ শো-এর মঞ্চে দাঁড়িয়ে চৈতালি বলেন, তিনি হয়তো জন্ম দিতে পারেননি ঠিকই ৷ কিন্তু মহুলের জন্ম হয়েছে তাঁরই জন্য, এ কথা বিশ্বাস করেন তিনি ৷ তাঁর জঠর থেকে নয়, মেয়ের জন্ম তাঁর হৃদয় থেকে-এ কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি ৷ তাঁদের জীবনের গল্প ছুঁয়ে গিয়েছিল দর্শকদের মন ৷ কিন্তু দেখা যাচ্ছে, যে ভালবাসা তাঁরা কুড়িয়েছিলেন, একটা ফেসবুক লাইভে তা ভেঙে পড়েছে তাসের ঘরের মতোই ৷ এখন এমনই পরিস্থিতি, দর্শকরা সরাসরি লিখছেন, রূপঙ্কর-চৈতালি থাকলে তাঁরা এই শো দেখবেন না ! প্রসঙ্গত এই শো-এর আর এক অংশগ্রহণকারী অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ও রূপঙ্করের কেকে-মন্তব্য ও কাগজ পড়ে দুঃখপ্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সামাজিক মাধ্যমে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupankar in Reality Show: ভালবাসা আজ তীব্র ক্ষোভ, রূপঙ্কর-চৈতালি থাকলে তাঁরা দেখবেন না রিয়্যালিটি শো, জানালেন দর্শকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল