TRENDING:

Rupam Islam: লিগামেন্টে মারাত্মক চোট, হাঁটতে পারছেন না রূপম ইসলাম, গুরতর অবস্থায় তবুও...!

Last Updated:

Rupam Islam: সম্প্রতি বনগাঁও-তে একটি কনসার্টে গিয়েছিলেন রূপম। ডান পায়ের লিগামেন্টে গুরুতর চোট পেলেন রূপম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
একটু একটু জাঁকিয়ে বসছে শীত৷ আর শীতকাল আসতে না আসতেই শহরে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলতেই থাকে৷ তা যদি ফসিলসের শো হয় তাহলে তো কোনও কথাই নেই৷ রক ব্যান্ডের গুরু রুপমকে একবার কাছ থেকে দেখার জন্য বহুদূর থেকেও ছুটে আসে ভক্তরা৷ তবে এই দৃশ্য সকলেরই অত্যন্ত চেনা৷ কিন্তু সম্প্রতি বনগাঁও-এর কনসার্টে এ যেন এক অন্য রূপমকে দেখা গেল৷ এমন রূপমকে আগে কখনও কেউ দেখেননি৷
হাঁটতে পারছেন না রূপম ইসলাম
হাঁটতে পারছেন না রূপম ইসলাম
advertisement

সম্প্রতি বনগাঁও-তে একটি কনসার্টে গিয়েছিলেন রূপম । উপচে পড়া ভিড়ে তখন থিক থিক করছে গোটা স্টেডিয়াম। দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস, একের পর এক অনুরোধের গান গেয়েই চলেছেন রূপম৷ কিন্তু আচমকাই যেন ছন্দপতন হল৷ ডান পায়ের লিগামেন্টে গুরুতর চোট পেলেন রূপম৷ এক মুহূর্তে সকলেই ভেবেছিল মাঝপথে বোধহয় শো-টা বন্ধ হয়ে যাবে৷ তবে নিজেকে ফের প্রমাণ করে দিলেই তিনিই রূপম ইসলাম৷ লিগামেন্টের চোট নিয়েও রীতিমতো খুঁড়িয়ে খুঁড়িয়ে অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে বাজিমাত করেছেন তিনি৷

advertisement

আরও পড়ুন- সাগরে ফুঁসছে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, আবহাওয়ার বিরাট বদল বাংলায়

আরও পড়ুন- বিয়ের পরই চোখে জল ‘নববধূ’ সন্দীপ্তার! কারণটা কী? শুনলে আঁতকে উঠবেন

পায়ের এই চোট নিয়েই অনবরত গান গেয়েই চলেছেন রূপম ইসলাম৷ সংবাদমাধ্যমকে রূপম জানিয়েছেন, স্টেজে দৌঁড়তে গিয়েই পায়ের লিগামেন্টে চোট পেয়েছেন ৷ এদিন মঞ্চের পিছনে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করেছিলেন রূপম, তবে খুব একটা লাভ কিছু হয়নি৷ একদিকে মিউজিক বাজছে, অন্যদিকে দর্শকরা অপেক্ষায়৷ সব মিলিয়ে পায়ে ব্যথা নিয়ে গোটা অনুষ্ঠানটা করেছেন গায়ক৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

এখন কেমন আছেন গায়ক? তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তিনি জানিয়েছেন, এখন ফিজিওথেরাপি চলছে বাড়িতেই৷ আগের চেয়ে অনেকটাই ঠিক আছেন তিনি৷ তবে মনের জোরে সুস্থ হয়ে উঠতে হবে রূপমকেয়৷ কারণ এই সময়টাতে প্রচুর শো রয়েছে৷ জানা গেছে, আগামী দুমাসের মধ্যে মোট ১৮ টির মতো কনসার্ট রয়েছে৷ তবে খুব তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে স্টেজে ফিরবেন বলেই আশাবাদী রূপম৷ সমস্ত ভক্তরা রূপমের দ্রুত সুস্থতা কামনা করেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rupam Islam: লিগামেন্টে মারাত্মক চোট, হাঁটতে পারছেন না রূপম ইসলাম, গুরতর অবস্থায় তবুও...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল