রুবিনাকে দেখে চেনা দায়! অভিনেত্রীর ঠোঁট অস্বাভাবিক ভাবে ফুলে যায়। তাঁর চোখেমুখে অসুস্থতার ছাপ। সেই ছবি দিয়ে তিনি লেখেন, "জ্বর, গলা ব্যথা, অসুস্থতা, ফোলা ঠোঁট। ফিলার ছাড়াই আমাকে হাসের মতো দেখাচ্ছে। অস্বস্তি হচ্ছে। আবার হাসিও পাচ্ছে। নিজের দিকেই তাকিয়ে আছি।'
অসুস্থতা নিয়ে করা এই পোস্ট যদিও পরে ইনস্টাগ্রাম থেকে মুছে দেন রুবিনা। তবে তাঁর স্বাস্থ্য নিয়ে চিন্তায় অনুরাগীরা।
advertisement
আরও পড়ুন: বিয়েটা হবে কিনা জানি না, ঐন্দ্রিলাকে চুমু খাওয়ার ছবি ফেসবুকে, বিস্ফোরক অঙ্কুশ!
আরও পড়ুন: অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের আগেই ব্রেকআপ? আবীরের মধ্যস্থতায় এ কী বলে বসলেন নায়িকা!
২০০৮ সালে 'ছোটি বহু' ধারাবাহিকের হাত ধরে মুম্বইয়ের টেলিভিশন জগতে রুবিনার হাতেখড়ি হয়। এর পর আর পিছন ফিরে তাকাননি তিনি। অভিনেত্রীর ঝুলিতে একাধিক সফল ধারাবাহিক।
কিছু দিন আগে গুঞ্জন শোনা যায়, মা হতে চলেছেন তিনি। তবে সেই গুঞ্জনকে নিছক ভুয়ো বলে নস্যাৎ করে দেন রুবিনা।