অভিনেতার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। প্রয়াত অভিনেতার পুরো নাম গ্রেগরি রেমন্ড স্টিভেনসন। উত্তর আয়ারল্যান্ডে জন্ম তাঁর। ছোটবেলাতেই ইংল্যান্ডে চলে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। অস্কারজয়ী ভারতীয় ছবি ‘আরআরআর’-এ খলনায়ক স্কট বাক্সটনের ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন রে।
আরও পড়ুন; ফের মৃত্যু বলি তারকার! বাথরুম থেকে মিলল অভিনেতা আদিত্য সিং রাজপুতের নিথর দেহ
advertisement
‘আরআরআর’ ছবির অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে স্টিভেনসনের প্রয়াণে শোকবার্তা জানানো হয়। আইরিশ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ‘আরআরআর’-এর পরিচালক এসএস রাজামৌলী।
সোশ্যাল মিডিয়ায় অভিনেতার সঙ্গে শ্যুটের একটি ছব পোস্ট করে তিনি লেখেন, ‘অবিশ্বাস্য! এই খবর শুনে বিশ্বাস হচ্ছে না। রে-র জন্য সেটে দারুণ উত্তেজনা, আনন্দ ছড়িয়ে থাকত। তাঁর সঙ্গে কাজ করা অপূর্ব অভিজ্ঞতা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁর আত্মা শান্তি পাক।’
মার্ভেল ফ্র্যাঞ্চাইজের ‘থর’, ‘কিং আর্থার’-এর মতো জনপ্রিয় ছবিগুলিতে দেখা গিয়েছিল তাঁকে। আইরিশ অভিনেতা একাধিক দেশে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছেন বারবার। সেই অভিনেতা আজ আর নেই। ৫৮-এই পথচলা শেষ।