TRENDING:

Iron Man of Jhargram: জার্মানিতে ‘আয়রন ম্যান’ খেতাব জয়ের পর আন্তর্জাতিক মঞ্চে নতুন চমক জনা মান্ডির 

Last Updated:

Iron Man of Jhargram: জঙ্গলমহলের ভূমিপুত্র জনা মান্ডির প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের বাংলা ছবি ‘প্যাপায়া’ প্রদর্শিত হল জার্মানির প্রসিদ্ধ এবারহার্ড কার্লস টিউবিংগেন বিশ্ববিদ্যালয়ে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: জার্মানিতে ‘আয়রন ম্যান’ খেতাব জয়ের পর ফের একবার আন্তর্জাতিক মঞ্চে চমক দিলেন জঙ্গলমহলের ভূমিপুত্র জনা মান্ডি। এবার তাঁর প্রযোজিত স্বল্পদৈর্ঘ্যের বাংলা ছবি ‘প্যাপায়া’ প্রদর্শিত হল জার্মানির প্রসিদ্ধ এবারহার্ড কার্লস টিউবিংগেন বিশ্ববিদ্যালয়ে। ২৩ মে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক নৃতত্ত্ব বিভাগ এবং মিউজিক ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শর্ট ফিল্ম স্ক্রিনিং অনুষ্ঠানে ছবিটি দেখানো হয়।
advertisement

আরও পড়ুনঃ সর্ষে, রিফাইন্ড বা অলিভ অয়েল ছাড়ুন! শরীরের জন্য সেরা এই তেল! খুবই সস্তা এবং গুণের শেষ নেই, বলছেন বিশেষজ্ঞ

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ্যার ছাত্রছাত্রীরা এই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন। ‘প্যাপায়া’-র প্রযোজক জনা মান্ডি ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পালোইডাঙা গ্রামের বাসিন্দা। বর্তমানে বার্লিনে এক বেসরকারি বিনিয়োগ সংস্থায় অপারেশনস ম্যানেজার হিসেবে কর্মরত। নিজের শিকড়ের টানেই তিনি এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান জনা। ছবির কেন্দ্রে রয়েছে তুফান নামের এক আদিবাসী শিশু, যার ছোট্ট একটি স্বপ্ন—সাইকেলে চড়া।

advertisement

এক বন্ধুর শর্ত পূরণ করতে তাঁকে খুঁজে আনতে হয় ‘প্যাপায়া’ নামের এক অজানা ফল, যা সে চিনতেই পারে না। এই খোঁজের মধ্য দিয়েই ফুটে ওঠে গ্রামীণ জীবনের সরলতা, শিশুদের কৌতূহল এবং তথ্যের অভাব কীভাবে বেড়ে ওঠার বাস্তবতায় প্রভাব ফেলে।

advertisement

ওড়িশার বারিপদার দীপককুমার বেসরা পরিচালিত ছবিটি বিনোদ সিনহার গল্প অবলম্বনে তৈরি। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন জনা নিজেই। এর আগে ‘প্যাপায়া’ আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শিশু অভিনেতা ও সেরা আদিবাসী চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে। অসমের গসনার ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি সম্মান পেয়েছে।

টিউবিংগেন বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী শেষে জনা মান্ডির সঙ্গে দর্শকদের এক আলাপচারিতারও আয়োজন করা হয়। প্রত্যন্ত গ্রামের ছেলের এমন বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা পেয়ে খুশি তার পরিবার এবং ঝাড়গ্রামের মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

 তন্ময় নন্দী 

বাংলা খবর/ খবর/বিনোদন/
Iron Man of Jhargram: জার্মানিতে ‘আয়রন ম্যান’ খেতাব জয়ের পর আন্তর্জাতিক মঞ্চে নতুন চমক জনা মান্ডির 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল