TRENDING:

Rocky Aur Rani Ki Prem Kahani: ছবিতে রবি ঠাকুর থেকে বাঙালিকে ব‍্যঙ্গ? জবাবে মত প্রকাশ করলেন অভিনেত্রী চূর্ণী

Last Updated:

Rocky Aur Rani Ki Prem Kahani: পরিচালক করণ জোহরের আগামী সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ইতিমধ‍্যে চর্চার কেন্দ্রবিন্দুতে। মুখ্য চরিত্রে রণবীর সিং এবং আলিয়া ভাট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরিচালক করণ জোহরের আগামী সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ ইতিমধ‍্যে চর্চার কেন্দ্রবিন্দুতে। মুখ্য চরিত্রে রণবীর সিং এবং আলিয়া ভাট। এই সিনেমায় আলিয়া ভাটের বাবা-মায়ের চরিত্রে দেখা যাবে বাংলার দুই তারকা শিল্পী চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীকে। চলতি সপ্তাহের শুক্রবার (২৮ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। এই বছরের প্রত্যাশিত বহু ছবির অন‍্যতম ‘রকি অর রানি কি প্রেম কাহানি’।
ছবিতে রবি ঠাকুর থেকে বাঙালিকে ব‍্যঙ্গ? জবাবে মত প্রকাশ করলেন অভিনেত্রী চূর্ণী
ছবিতে রবি ঠাকুর থেকে বাঙালিকে ব‍্যঙ্গ? জবাবে মত প্রকাশ করলেন অভিনেত্রী চূর্ণী
advertisement

আরও পড়ুনঃ ব্রা-প্যান্টি নিয়ে মন্তব্য করে বিপাকে অমিতাভ! সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেতার তুমুল নিন্দা

গত সোমবার ছবির প্রচারে শহরে এসেছিলেন রকি ও রানি। ছবিতে একটি বাঙালি মেয়ের চরিত্রে দেখে যাবে আলিয়া ভাটকে এবং পঞ্জাবি ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিং-কে। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি বিশেষ দৃশ্য নিয়ে আলোচনা শুরু হয়। সেই দৃশ‍্যে রানির বাড়িতে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে রকি ‘দাদাজি’ বলে ভুল করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেই প্রসঙ্গে News18-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় যিনি ছবিতে রানির মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, বলেন, ‘যখন একটি ছবিতে দু’টি ভিন্ন সংস্কৃতির গল্প বোনা হয়, তখন আলাদা আলাদা করে দু’টি সংস্কৃতির বৈশিষ্ট্য উপস্থিত করা উচিত দর্শকদের সামনে। এই ছবিতে স্পষ্টভাবে তা দেখানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ছবিতে আমরা যে ভাবে হিন্দি বলেছি, সত‍্যি বাঙালিরা সেই ভাবেই হিন্দি বলে। তাই, আমার মনে হয় এই সিনেমাতে প্রত‍্যেক দৃশ‍্যে সব মজাগুলো দর্শক উপভোগ করবেন।’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rocky Aur Rani Ki Prem Kahani: ছবিতে রবি ঠাকুর থেকে বাঙালিকে ব‍্যঙ্গ? জবাবে মত প্রকাশ করলেন অভিনেত্রী চূর্ণী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল