আরও পড়ুনঃ ব্রা-প্যান্টি নিয়ে মন্তব্য করে বিপাকে অমিতাভ! সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেতার তুমুল নিন্দা
গত সোমবার ছবির প্রচারে শহরে এসেছিলেন রকি ও রানি। ছবিতে একটি বাঙালি মেয়ের চরিত্রে দেখে যাবে আলিয়া ভাটকে এবং পঞ্জাবি ছেলের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিং-কে। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি বিশেষ দৃশ্য নিয়ে আলোচনা শুরু হয়। সেই দৃশ্যে রানির বাড়িতে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে রকি ‘দাদাজি’ বলে ভুল করেন।
advertisement
সেই প্রসঙ্গে News18-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে, অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় যিনি ছবিতে রানির মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, বলেন, ‘যখন একটি ছবিতে দু’টি ভিন্ন সংস্কৃতির গল্প বোনা হয়, তখন আলাদা আলাদা করে দু’টি সংস্কৃতির বৈশিষ্ট্য উপস্থিত করা উচিত দর্শকদের সামনে। এই ছবিতে স্পষ্টভাবে তা দেখানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ছবিতে আমরা যে ভাবে হিন্দি বলেছি, সত্যি বাঙালিরা সেই ভাবেই হিন্দি বলে। তাই, আমার মনে হয় এই সিনেমাতে প্রত্যেক দৃশ্যে সব মজাগুলো দর্শক উপভোগ করবেন।’