Amitabh Bachchan : মহিলাদের অন্তর্বাস নিয়ে মন্তব্য করে বিপাকে অমিতাভ! সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেতার তুমুল নিন্দা

Last Updated:
Amitabh Bachchan : সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অমিতাভের একটি ট্যুইটের ছবি পোস্ট করেছেন। সেখান থেকেই শুরু জোর নিন্দা। বর্ষীয়ান অভিনেতার মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা।
1/5
ট্যুইটারে সময় কাটাতে ভালবাসেন অমিতাভ বচ্চন। বলিউডের বর্ষীয়ান অভিনেতার সক্রিয়তা নিয়ে কারও সন্দেহ নেই। তবে কখনও কখনও ট্যুইট নিয়ে বিপাকেও পড়েছেন অমিতাভ। সেরকমই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল সম্প্রতি।
ট্যুইটারে সময় কাটাতে ভালবাসেন অমিতাভ বচ্চন। বলিউডের বর্ষীয়ান অভিনেতার সক্রিয়তা নিয়ে কারও সন্দেহ নেই। তবে কখনও কখনও ট্যুইট নিয়ে বিপাকেও পড়েছেন অমিতাভ। সেরকমই এক ঘটনার পুনরাবৃত্তি ঘটল সম্প্রতি।
advertisement
2/5
সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অমিতাভের একটি ট্যুইটের ছবি পোস্ট করেছেন। সেখান থেকেই শুরু জোর নিন্দা। বর্ষীয়ান অভিনেতার মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা।
সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অমিতাভের একটি ট্যুইটের ছবি পোস্ট করেছেন। সেখান থেকেই শুরু জোর নিন্দা। বর্ষীয়ান অভিনেতার মন্তব্যে ক্ষুব্ধ নেটিজেনরা।
advertisement
3/5
ট্যুইটে লেখা, ‘ইংরেজি ভাষায় ব্রা কেন একবচন এবং প্যান্টিস কেন বহুবচন?’ ক্ষুব্ধ নেটিজেনরা লিখলেন, ‘‘খুব ভাল বচ্চন সাব, এই প্রশ্নটা পরের ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে করুন।’’
ট্যুইটে লেখা, ‘ইংরেজি ভাষায় ব্রা কেন একবচন এবং প্যান্টিস কেন বহুবচন?’ ক্ষুব্ধ নেটিজেনরা লিখলেন, ‘‘খুব ভাল বচ্চন সাব, এই প্রশ্নটা পরের ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে করুন।’’
advertisement
4/5
কেউ লিখলেন, ‘‘আপনার কাছ থেকে এমন মন্তব্যের আশা ছিল না।’’ কেউ কেউ হেসে কুটিপাটি। কেউ ভাবতে পারেননি ব্রা, প্যান্টি নিয়ে আচমকা এমন প্রশ্ন করতে পারেন বিগ বি।
কেউ লিখলেন, ‘‘আপনার কাছ থেকে এমন মন্তব্যের আশা ছিল না।’’ কেউ কেউ হেসে কুটিপাটি। কেউ ভাবতে পারেননি ব্রা, প্যান্টি নিয়ে আচমকা এমন প্রশ্ন করতে পারেন বিগ বি।
advertisement
5/5
শেষবার অমিতাভকে দেখা গিয়েছিল ‘উঁচাই’ ছবিতে। বোমান ইরানি, অনুপম খের এবং পরিণীতির সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এ ছা়ড়া দীপিকা পাড়ুকোন, প্রভাস এবং কমল হাসানের সঙ্গে দেখা যাবে ‘কলকি ২৮৯৮ এডি’ ছবিতে। মুক্তি পাবে ২০২৪ সালে।
শেষবার অমিতাভকে দেখা গিয়েছিল ‘উঁচাই’ ছবিতে। বোমান ইরানি, অনুপম খের এবং পরিণীতির সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। এ ছা়ড়া দীপিকা পাড়ুকোন, প্রভাস এবং কমল হাসানের সঙ্গে দেখা যাবে ‘কলকি ২৮৯৮ এডি’ ছবিতে। মুক্তি পাবে ২০২৪ সালে।
advertisement
advertisement
advertisement