TRENDING:

Emraan-Ritwick-Sohini: ইমরান হাশমি নাকি ঋত্বিক চক্রবর্তীকে খুঁজছেন! কেন? মারাত্মক 'কারণ' জানালেন সোহিনীও!

Last Updated:

সোহিনীর কথায়, "আমি বাংলা ভাষাতেই নিজের অনুভূতি ব্যক্ত কর‍্যে স্বচ্ছন্দ। 'বিবাহ ডায়েরিজ'-এ আমি আর ঋত্বিকদা যে ভাবে ঝগড়াঝাঁটিগুলি বাড়িয়ে দিয়েছিলাম, সেটা অন্য কোনও ভাষা হলে হয়তো পারতাম না।'' (Emraan-Ritwick-Sohini)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আগামিকাল, শুক্রবার, ১৫ জুলাই মুক্তি পেতে চলেছে ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি অনন্ত। ছবিতে তাঁর প্রেমের রূপে ধরা দেবেন সোহিনী সরকার। পরিচালনা অভিনন্দন দত্ত। তাঁর প্রথম ছবি। প্রচারে নিউজ18 বাংলার মুখোমুখি টলিউডের জনপ্রিয় এবং প্রশংসিত জুটি ঋত্বিক-সোহিনী।
advertisement

আগেই শোনা গিয়েছিল, বলি তারকা ইমরান হাশমি নাকি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন ঋত্বিককে। কিন্তু টলি তারকা কিছুতেই ধরা দিচ্ছেন না। কিন্তু কেন? খোঁজ করা এবং খোঁজ না পাওয়ার কারণ কী?

আরও পড়ুন: রিক্সা চালাচ্ছেন, তানজিন তিশা এখন 'রিকশা গার্ল'! ব্যাপারটা কী জানেন তো? দেখুন

এই খবরে চমকেছেন ঋত্বিক। কিন্তু তাঁর থেকেও বেশি হতভম্ব হয়েছেন সোহিনী। তাঁর প্রশ্ন, "কেন খুঁজছেন? চুমু খাবেন বলে?" ঋত্বিকও তাঁর নায়িকার সুরে সুর মিলিয়ে বললেন, "আমিও প্রথমে তাই ভেবেছিলাম। চুমু খাবেন বলে খুঁজছেন নাকি?" দু'জনেই হেসে উঠলেন নিজেদের উত্তরে।

advertisement

কিন্তু জানা গিয়েছে, ঋত্বিকের সঙ্গে ছবি করবেন বলেই নাকি তাঁকে যোগাযোগ করার চেষ্টা করছেন। কিন্তু ঋত্বিককে পাওয়া যাচ্ছে না। ঋত্বিক যদিও জানালেন, এমন কোনও খবর তাঁর কাছে এসে পৌঁছয়নি। তবে তাঁর ধারণা, খুঁজলে নিশ্চয়ই নিজে প্রযোজনা করবেন বলে ভাবছেন। কিন্তু তাঁর ডাক টলি নায়কের কানে পৌঁছয়নি।

আরও পড়ুন: রাতের শহর-এ দাপিয়ে বেড়াবেন বনি-কৌশানি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে কি ঋত্বিক বা সোহিনী, কেউই হিন্দি বা দক্ষিণী ছবিতে অভিনয় করবেন না? কবে দেখা যাবে তাঁদের? ঋত্বিক জানালেন, কেউ ডাকলে, কোনও চিত্রনাট্য ভাল লাগলে তিনি অবশ্যই কাজ করবেন। তবে সোহিনীর কথায়, "আমি বাংলা ভাষাতেই নিজের অনুভূতি ব্যক্ত কর‍্যে স্বচ্ছন্দ। 'বিবাহ ডায়েরিজ'-এ আমি আর ঋত্বিকদা যে ভাবে ঝগড়াঝাঁটিগুলি বাড়িয়ে দিয়েছিলাম, সেটা অন্য কোনও ভাষা হলে হয়তো পারতাম না। এখন অনেকেই বলেন যে শিল্পের ক্ষেত্রে ভাষা আর কোনও বাধা-ই নয়। কিন্তু আমি সেটা মানি না।আমার জন্য অভিনয় হোক, বা গান, ভাষায় দখল থাকাটা খুব দরকার। বাংলা ছাড়া তা অন্য ভাষায় আমার নেই। তবে হ্যাঁ, ভাল কাজ পেলে অবশ্যই সেই ভাষা শিখে অভিনেতা কর‍তে চাইব।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Emraan-Ritwick-Sohini: ইমরান হাশমি নাকি ঋত্বিক চক্রবর্তীকে খুঁজছেন! কেন? মারাত্মক 'কারণ' জানালেন সোহিনীও!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল