প্রিয়াঙ্কার লস অ্যাঞ্জেলসের ঠিকানায় হাজির হয়েছিলেন ঋতুপর্ণা। 'দেশি গার্ল' যদিও তখন সেখানে ছিলেন না। হাতে বেশ কিছু কাজ নিয়ে ভারতে এসেছিলেন তিনি। প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার সঙ্গে সময় কাটালেন বাংলার অভিনেত্রী। তাঁদের সঙ্গ দিয়েছেন নিক জোনাস।
প্রিয়াঙ্কার বাড়িতে মধু এবং নিকের সঙ্গে লেন্সবন্দি মুহূর্তদের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঋতুপর্ণা। একটি খোলা চিঠিও লিখেছেনে মধুর উদ্দেশে। তাঁর কথায়, 'আমার দেওয়া ছোট্ট উপহার মোমবাতিটির ছবি এবং সুন্দর নোটটি পাঠানোর জন্য ধন্যবাদ মধু আন্টি। কয়েক দিন আগে লস এঞ্জেলসে জোনাস পরিবার এবং আপনার সঙ্গে দেখা করে খুব ভাল লাগল। প্রিয়াঙ্কা বাইরে ছিল। ওকে খুব মিস করেছি।'
আরও পড়ুন: একই হাসপাতালে ভর্তি, মনে পড়ছে প্রথম আলাপ, ঐন্দ্রিলার সুস্থতার অপেক্ষায় গৌরব
আরও পড়ুন: দেখা হবে আবার, বিয়ের রিসেপশনে ঐন্দ্রিলার সঙ্গে স্মৃতিটুকু তুলে ধরলেন হৃতজিৎ
আরও যোগ করলেন ঋতুপর্ণা। লিখলেন, 'আপনাদের বাড়িটা ঠিক স্বপ্নের মতো। খুব সুন্দর কিছু স্মৃতি তৈরি করলাম সেখানে। আপনাদের জন্য অনেক ভালবাসা।'
প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গে ঋতুপর্ণাকে দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। আগামীতে দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখার ইচ্ছাপ্রকাশ করেছেন তাঁরা।