ছুটির দিনে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত৷ অভিনেত্রীকে গোলাপি রঙের বিকিনি পরে দেখেই পাগল হয়েছেন ভক্তরা৷ যার ক্যাপশনে লেখা-'বিট দ্য হিট'৷ স্নানপোশাকে নায়িকাকে জলকেলি করতে দেখে ভক্তরা লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন৷ প্রচন্ড গরমে জলকেলির ছবি দিয়ে গরম যেন আরও দ্বিগুন বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী৷
আরও পড়ুন-সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা! ইদের পার্টি থেকেই এল অন্তঃসত্ত্বা হওয়ার খবর
আরও পড়ুন-কিসের এত চাপা কষ্ট! হঠাৎ কেন গভীর দুঃখের কথা শোনালেন জয়া, কী হল অভিনেত্রীর
এই বয়সে এসেও নিউকামারদের বলে বলে টেক্কা দিতে পারেন ঋতুপর্ণা। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলে চোখ সরাতে পারবেন না আপনিও। বয়স ৫১ হলেও এখনও তিনি চিরযৌবনা। অভিনেত্রীকে দেখলে যে কেউ ভিরমি খেয়ে যেতে পারেন। বয়স বাড়লেও তা দেখে বোঝা দায়। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বাড়েবাড়ে প্রমাণ করে দিচ্ছেন ঋতুপর্ণা। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। মাঝে মধ্যেই ইনস্টা প্রোফাইলে নিজের সাহসী ছবি শেয়ার করেন অভিনেত্রী। এবারও তেমনটাই করে সকলের নজর কেড়ে নিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত৷ একেবারে ছক ভেঙে অন্য অবতারে ধরা দিয়ে ভক্তদের চমকে দিলেন ঋতুপর্ণা। হু হু করে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।অভিনেত্রীর কিলার লুকে ফিদা ভক্তরা।