তরুণ মজুমদারের পরিচালনায় ‘আলো’, ‘চাঁদের বাড়ি’ এবং ‘ভালবাসার বাড়ি’ ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা ৷ এর মধ্যে ‘আলো’ মনোনীত হয়েছিল জাতীয় পুরস্কারের জন্য ৷ প্রয়াত পরিচালকের তিনটি ছবির অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেছেন অভিনেত্রী ৷ তবে রয়ে গেল আক্ষেপ ৷ তরুণ মজুমদারের শেষযাত্রায় তিনি থাকতে পারলেন না ৷ কারণ ঋতুপর্ণা এখন বিদেশে ৷ তবে প্রিয় পরিচালকের প্রয়াণে তাঁর মন পৌঁছে গিয়েছে তাঁর কাছেই ৷ সশরীরে থাকতে না পারলেও এই শোকের মুহূর্তে আছেন ঋতুপর্ণা উপস্থিত মানসিক ভাবে ৷ জানালেন তিনি ৷
advertisement
আরও পড়ুন : তাঁর ছবিতে হাতেখড়ি শিশুশিল্পী হিসেবে, ‘তনুজেঠু’ তাঁর শিক্ষাগুরু, স্মৃতি-অর্ঘ্য প্রসেনজিতের
আরও পড়ুন : বালিকা বধূ দেখেছেন ১৮ বার, বললেন মিঠুন
সোমবার সকাল ১১ টা ১৭ মিনিটে প্রয়াত হন পরিচালক তরুণ মজুমদার ৷ গত ১৪ জুন থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম হাসপাতালে ৷ নবতিপর পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ ভক্ত, অনুরাগী তথা বাংলা ছবির মহল ৷ সোমবার দুপুরে হাসপাতাল থেকে তাঁর নিথর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় এন টি ওয়ান স্টুডিওতে ৷ সেখান থেকে এসএসকেএম হাসপাতালের অ্যানাটমি বিভাগে তাঁর দেহ দান করা হয় ৷ শেষযাত্রায় তিনি কোনওরকম ফুলের মালায় আবৃত হতে চাননি ৷ পরিবারের তরফে রাজ্য সরকারকে অনুরোধ করা হয় যাতে কোনও রকম আয়োজন করা না হয় ৷