Prosenjit Chatterjee on Tarun Majumdar : তাঁর ছবিতে হাতেখড়ি শিশুশিল্পী হিসেবে, ‘তনুজেঠু’ তাঁর শিক্ষাগুরু, স্মৃতি-অর্ঘ্য প্রসেনজিতের

Last Updated:

Prosenjit Chatterjee on Tarun Majumdar : প্রসেনজিতের কাছে তিনি ‘তনুজেঠু’৷ পরিচালক সম্বন্ধে স্মৃতিচারণা করতে গিয়ে সুপারস্টার ফিরে গেলেন যেন সেই সুদূর অতীতে ৷ ছুঁয়ে এলেন নিজের শিকড় ৷

পরিচালক সম্বন্ধে স্মৃতিচারণা করতে গিয়ে সুপারস্টার ফিরে গেলেন যেন সেই সুদূর অতীতে
পরিচালক সম্বন্ধে স্মৃতিচারণা করতে গিয়ে সুপারস্টার ফিরে গেলেন যেন সেই সুদূর অতীতে
কলকাতা : পরিচালকের পাশাপাশি তিনি একজন বড় শিক্ষক ৷ প্রয়াত তরুণ মজুমদার সম্বন্ধে শ্রদ্ধা জানিয়ে বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ বর্ষীয়ান পরিচালক ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন ‘তনুদা’ নামে ৷ আর বুম্বাদা তথা প্রসেনজিতের কাছে তিনি ‘তনুজেঠু’৷ পরিচালক সম্বন্ধে স্মৃতিচারণা করতে গিয়ে সুপারস্টার ফিরে গেলেন যেন সেই সুদূর অতীতে ৷ ছুঁয়ে এলেন নিজের শিকড় ৷ জানালেন তরুণ মজুমদারের কাছে তাঁর অভিনয়ের হাতেখড়ি ছয়ের দশকের শেষে, ‘রাহগীর’ ছবিতে ৷ প্রয়াত পরিচালকের আর এক সুপারহিট বাংলা ছবি ‘পলাতক’-এর হিন্দি সংস্করণ ছিল সেটি ৷ হিন্দি ছবি ‘রাহগীর’-এ প্রসেনজিৎ অভিনয় করেছিলেন তাঁর বাবা বিশ্বজিতের শৈশবের ভূমিকায় ৷
তরুণ মজুমদার তাঁর কাছে শুধু পরিচালক নন ৷ বরং একজন শিক্ষক তথা গুরু ৷ বাংলা ছবি যাঁদের পরিচালনায় ঋদ্ধ হয়েছে, সেই সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা, অজয় কর-সহ অন্যান্য দিকপালদের মধ্যে তাঁর তনুজেঠুও ছিলেন এক স্তম্ভ ৷ বললেন ‘পথভোলা’-র এক নায়ক ৷ জাতীয় পুরস্কারজয়ী পরিচালকের কাছ থেকে তিনি যা পেয়েছেন , যা শিখেছেন, তা বলে শেষ করতে পারবেন না ৷ উপলব্ধি প্রসেনজিতের ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  ‘কিংবদন্তিসম নক্ষত্রপুঞ্জের শেষ নাম আজ চলে গেলেন’, তরুণ মজুমদারকে শ্রদ্ধার্ঘ্যবার্তা সৃজিতের
পরবর্তীতে তরুণ মজুমদারের পরিচালনায় ‘পথভোলা’ এবং ‘আপন আমার আপন’ ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ ৷ আর যা শিখেছেন, তা তাঁর অভিনয়জীবনের অবলন্বন ৷ নায়কের কথায়, তাঁদের প্রজন্মকে ভালবাসতেন তরুণ মজুমদার ৷ অসম্ভব স্নেহ করতেন ও খেয়াল রাখতেন ৷ তিনি যা হয়েছেন, সব তনুজেঠুর জন্যই ৷ অকপট স্বীকারোক্তি প্রসেনজিতের ৷ পরিচালকের প্রয়াণ বাংলা চলচ্চিত্রের দুনিয়ায় অপূরণীয় ক্ষতি, মনে করেন তিনি ৷ তবে তাঁর অমূল্য কাজ রয়ে যাবে শিক্ষণীয় তথা শিক্ষার আকর রূপে ৷ এই উপলব্ধি একা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নয় ৷ বরং সমগ্র প্রজন্মের ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prosenjit Chatterjee on Tarun Majumdar : তাঁর ছবিতে হাতেখড়ি শিশুশিল্পী হিসেবে, ‘তনুজেঠু’ তাঁর শিক্ষাগুরু, স্মৃতি-অর্ঘ্য প্রসেনজিতের
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement