ঋত্বিকার নাকে ও মুখে কিসের নল? সে বিষয়টি স্পষ্ট হল ছবিতেই৷ পাশে রাখা নেব্যুলাইজার মেশিন। পাশে লেখা, 'অসুস্থ না হওয়া পর্যন্ত কেউ স্বাস্থ্যের দিকে নজর দিই না।' তার পরই দেখা গেল, হঠাৎ ছবি ও পোস্ট মুছে দিলেন তিনি।
advertisement
নায়িকার সঙ্গে যোগাযোগ করল নিউজ18 বাংলা। দু'তিন দিন আগেও কথা বলতে পারছিলেন না নায়িকা। আপাতত একটু সুস্থ আছেন। বেলগাছিয়া রাজবাড়িতে শ্যুটের পর থেকেই অসুস্থ তিনি। ধুলোবালি থেকে গলায় গুরুতর সংক্রমণ ছড়িয়েছে। তবে এখন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে এসেছেন ঋত্বিকা। সেখানে নেব্যুলাইজ করা হয়৷ আর সেই ছবিই পোস্ট করেছিলেন তিনি।
আরও পড়ুন: 'নাটু নাটু'-তে NMACC মঞ্চে আগুন দুই নারীর, আলিয়া-রশ্মিকার যুগলবন্দির ভিডিও দেখুন
আরও পড়ুন: ৫৭-র শাহরুখের গ্ল্যামারের ছটায় উজ্জ্বল NMACC, সুপারহিট ছবিতে 'কালো'-য় বাজিমাত!
ঋত্বিকার কথায় জানা গেল, তাঁর জন্য শ্যুট কিছুটা পিছনো হয়েছে। কিন্তু গত ১৫ দিন ধরেই তিনি অসুস্থ। পাত্তা দিচ্ছিলেন না। তাই এবারে একেবারে শয্যাশায়ী বলে শ্যুটে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। আশা করছেন, আগামী ৭ দিনে সুস্থ হয়ে উঠবেন তিনি।