TRENDING:

Celebrity Gifts: কোটি টাকার মালিকরা উপহার হিসেবে কী পছন্দ করেন? কী দিয়ে বলি স্টারদের সন্তুষ্ট করেন করণ?

Last Updated:

Koffee With Karan Season 8 Gifts: মধু, কেক, চা, এগুলো সকলেই কম-বেশি কিনে থাকেন, বা ব্যবহার করেন, কিন্তু উপহার হিসেবে যে সব ব্র্যান্ড বেছে নেওয়া হয়েছে, তার দাম আকাশছোঁয়া! একঝলক দেখেই নিন, তারকাদের উপহারগুলো!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: তারকাদের টাকা সম্পত্তির শেষ নেই৷ কোটি কোটি টাকার মালিক বলিউড স্টাররা দেশ বিদেশে ঘোরেন৷ বিভিন্ন জায়গার সেরা জিনিস বা খাবার নিজেদের জন্য কেনেন বলিউড তারকারা৷ ফলে তাঁদের কোন উপহারে সন্তুষ্ট করা যায়? কী থাকে তাঁদের পছন্দের গিফ্ট বক্সে? সেই আন্দাজ পাওয়া গেল করণ জোহারের থেকে৷ করণ জোহর মানেই গসিপ৷
advertisement

বলিউডের সেরা পরিচালক-প্রযোজকের তালিকায় অবশ্যই রয়েছেন করণ৷ এবং বলিউড স্টারদের সঙ্গে তাঁর খাতিরও খুব বেশি৷ সেই সব স্টারদের নিজের শোতে অতিথি হিসেবে আমন্ত্রণ করেন করণ৷ এবং সেই শোতেই তাঁদের উপহার দেওয়ার চল রয়েছে৷ যাঁকে গিফ্ট হ্যাম্পার বলা হয়৷ কফি ইউথ করণ সিজন ৮-এ এই গিফ্ট হ্যাম্পার পেয়েছেন শর্মিলা ঠাকুর, নীতু কাপুর, রানি মুখার্জি সহ আরও অনেকে৷

advertisement

আরও পড়ুনSaif-Kareena Affair: করিনা নন, এই নামী নায়িকার থেকে প্রেমের সঠিক টিপস পেয়েছিলেন সইফ! শিখেছিলেন ঘর পাতার আসল অর্থ

কী থাকে এই বাক্সে? প্রচুর উপহারে ভরা এই বাক্স টেনে নিয়ে যেতে পারেন না অনেক তারকা৷ মানে এতটাই ভারী থাকে এই বাক্স৷ ফলে সাধারণ মানুষের মনেও এই নিয়ে বেশ উৎসাহ থাকে৷ কারণ যাঁদের ঘরে প্রায় সব কিছুই রয়েছে, সেই স্টারদের কী উপহার দেন করণ? সেই কথা নিজেই জানিয়ে দিলেন৷

advertisement

নজর রাখা যাক সেই তালিকায়৷ তবে আইটেম হিসেবে এই বাক্সে থাকে মধু, চা এমনকী চকোলেটও৷ দেখে নেওয়া যাক এই কফি হ্যাম্পারের বিভিন্ন উপহারের তালিকা৷

আরও পড়ুনSudipa Chatterjee Mother Shraddha: সুদীপা চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুর পর ৩দিনের শ্রাদ্ধানুষ্ঠান, ছেলেকে পাশে বসিয়ে মন্ত্রোচ্চারণ, নিজেই পোস্ট করলেন ভিডিও

প্রথমেই থাকে একটা গয়নার সেট৷ অর্থাৎ হার ও কানের দুল৷ করণ জোহরের নিজস্ব ব্র্যান্ড তায়ানি জুয়েলারি (Tyaani jewellery) এই গয়নার সেট৷ এরপর থাকে গো প্রো হিরে ১১ ক্যামেরা (GoPro hero 11 camera)৷ অবশ্যই ক্যামেরার সামনে যাঁরা দিন-রাত কাটান, তাঁদের ক্যামেরা তো উপহার হিসেবে দেওয়াই উচিৎ৷ থাকে সোনোস কোম্পানির ওয়ারলেস স্পিকার (Sonos wireless speaker)৷ দামী ফোনও থাকে৷ গুগুল পিক্সল ৮ প্রো (Google pixel 8 pro), থেরাগুন ম্যাসাজ প্রো (theragun massage pro), সেন্ট বা সুগন্ধি (ysl fragrances), নামি সংস্থার গায়ে মাখার তেল (l’occitane almond shower oil), নানা ধরনের মদ্যপানের সরঞ্জাম, হিমালয়ান টি (Anandini Himalaya Tea), কিছু কেক (goodies fromTwentySeven Bakehouse), চকোলেট, মধু (Tenacious Bee honey), এবং একটি কফি খাওয়ার কাপ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মধু, কেক, চা, এগুলো সকলেই কম-বেশি কিনে থাকেন, বা ব্যবহার করেন, কিন্তু উপহার হিসেবে যে সব ব্র্যান্ড বেছে নেওয়া হয়েছে, তার দাম আকাশছোঁয়া! একঝলক দেখেই নিন, তারকাদের উপহারগুলো!

বাংলা খবর/ খবর/বিনোদন/
Celebrity Gifts: কোটি টাকার মালিকরা উপহার হিসেবে কী পছন্দ করেন? কী দিয়ে বলি স্টারদের সন্তুষ্ট করেন করণ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল