বলিউডের সেরা পরিচালক-প্রযোজকের তালিকায় অবশ্যই রয়েছেন করণ৷ এবং বলিউড স্টারদের সঙ্গে তাঁর খাতিরও খুব বেশি৷ সেই সব স্টারদের নিজের শোতে অতিথি হিসেবে আমন্ত্রণ করেন করণ৷ এবং সেই শোতেই তাঁদের উপহার দেওয়ার চল রয়েছে৷ যাঁকে গিফ্ট হ্যাম্পার বলা হয়৷ কফি ইউথ করণ সিজন ৮-এ এই গিফ্ট হ্যাম্পার পেয়েছেন শর্মিলা ঠাকুর, নীতু কাপুর, রানি মুখার্জি সহ আরও অনেকে৷
advertisement
কী থাকে এই বাক্সে? প্রচুর উপহারে ভরা এই বাক্স টেনে নিয়ে যেতে পারেন না অনেক তারকা৷ মানে এতটাই ভারী থাকে এই বাক্স৷ ফলে সাধারণ মানুষের মনেও এই নিয়ে বেশ উৎসাহ থাকে৷ কারণ যাঁদের ঘরে প্রায় সব কিছুই রয়েছে, সেই স্টারদের কী উপহার দেন করণ? সেই কথা নিজেই জানিয়ে দিলেন৷
নজর রাখা যাক সেই তালিকায়৷ তবে আইটেম হিসেবে এই বাক্সে থাকে মধু, চা এমনকী চকোলেটও৷ দেখে নেওয়া যাক এই কফি হ্যাম্পারের বিভিন্ন উপহারের তালিকা৷
প্রথমেই থাকে একটা গয়নার সেট৷ অর্থাৎ হার ও কানের দুল৷ করণ জোহরের নিজস্ব ব্র্যান্ড তায়ানি জুয়েলারি (Tyaani jewellery) এই গয়নার সেট৷ এরপর থাকে গো প্রো হিরে ১১ ক্যামেরা (GoPro hero 11 camera)৷ অবশ্যই ক্যামেরার সামনে যাঁরা দিন-রাত কাটান, তাঁদের ক্যামেরা তো উপহার হিসেবে দেওয়াই উচিৎ৷ থাকে সোনোস কোম্পানির ওয়ারলেস স্পিকার (Sonos wireless speaker)৷ দামী ফোনও থাকে৷ গুগুল পিক্সল ৮ প্রো (Google pixel 8 pro), থেরাগুন ম্যাসাজ প্রো (theragun massage pro), সেন্ট বা সুগন্ধি (ysl fragrances), নামি সংস্থার গায়ে মাখার তেল (l’occitane almond shower oil), নানা ধরনের মদ্যপানের সরঞ্জাম, হিমালয়ান টি (Anandini Himalaya Tea), কিছু কেক (goodies fromTwentySeven Bakehouse), চকোলেট, মধু (Tenacious Bee honey), এবং একটি কফি খাওয়ার কাপ৷
মধু, কেক, চা, এগুলো সকলেই কম-বেশি কিনে থাকেন, বা ব্যবহার করেন, কিন্তু উপহার হিসেবে যে সব ব্র্যান্ড বেছে নেওয়া হয়েছে, তার দাম আকাশছোঁয়া! একঝলক দেখেই নিন, তারকাদের উপহারগুলো!
