Sudipa Chatterjee Mother Shraddha: সুদীপা চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুর পর ৩দিনের শ্রাদ্ধানুষ্ঠান, ছেলেকে পাশে বসিয়ে মন্ত্রোচ্চারণ, নিজেই পোস্ট করলেন ভিডিও

Last Updated:

মাতৃহারা সুদীপা চট্টোপাধ্যায় শোকে পাথর৷

কলকাতা: গভীর শোকাহত সুদীপা চট্টোপাধ্যায়৷ মায়ের মৃত্যুতে তিনি নিজেকে কোনও মতে সামলেছেন৷ ৩দিন আগেই তাঁর মা দীপালি চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়৷ দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন৷ শনিবার গভীর রাতে সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন সুদীপা৷
সোশ্যাল মিডিয়ায় তিনি জানান যে তাঁর মায়ের মৃত্যু হয়েছে৷ তিনি লেখেন “তোমাকে ছাড়া,কিভাবে বাঁচতে হবে- সেটাও শেষ ২৫ দিন ICU তে থেকে- শিখিয়ে দিয়ে গ্যাছো…তবে,কতকিছু যে বাকি রইলো?”
আরও পড়ুনActress Marries Friend’s Husband: ‘বর চুরির’ অভিযোগ নায়িকার বিরুদ্ধে! বান্ধবীর স্বামীর সঙ্গে প্রেম, ২২ বছরের সুখের সংসার ভেঙে জনপ্রিয় গায়ককে বিয়ে অভিনেত্রীর, চুটিয়ে করছেন ছবি পোস্ট
মৃত্যুর আগে সুদীপার মা প্রায় ২৫দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন শারীরিক জটিলতা নিয়ে৷ মাতৃহারা সুদীপা চট্টোপাধ্যায় শোকে পাথর৷ এরই মধ্যে মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে দেখা গেল অভিনেত্রী-সঞ্চালিকাকে৷ ছেলেকে পাশে বসিয়ে তিনি মন দিয়ে মন্ত্রোচ্চারণ করেন৷ চেহারার মধ্যে গভীর দুঃখের ছাপ সুদীপার৷ লাল পাড় সাদা শাড়ি পরেন সুদীপা৷ জমকালো সাজ দিয়ে যাঁকে চেনা যায়, যিনি সবসময় পরিপাটি থাকেন, তাঁরই আজ ছন্নছাড়া অবস্থা৷ খুব স্বাভাবিক, মায়ের মৃত্যুতে খুবই ভেঙে পড়েছেন তিনি৷
advertisement
advertisement
নিজের বাড়ির ছাদে মায়ের পরলৌকিক কার্য সম্পন্ন করেন সুদীপা৷ সেই ভিডিও পোস্টও করেন৷ ফুল দিয়ে সাজানো ছিল তাঁর মায়ের ছবি৷ নিয়ম মেনে ছবির সামনে রাখা ছিল ফল, মিষ্টি, জল৷ ছেলেকে পাশে বসিয়ে মায়ে শ্রাদ্ধানুষ্ঠান করেন সুদীপা৷ ভিডিও পোস্টে লেখেন, যারা ফুল, কার্ড পাঠিয়ে সমবেদনা জানিয়েছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ৷ কঠিন সময়ে এভাবে আপনাদের পাশে পেয়ে আমি কৃতজ্ঞ৷
advertisement
advertisement
advertisement
অভিনেত্রীর এই পোস্টে সকলের চোখে জল। সকলের তাঁকে সমবেদনা জানিয়েছেন। একইসঙ্গে এমন খারাপ সময়ে মন শক্ত রাখার কথাও বলেছেন। সম্প্রতি, মায়ের জন্মদিনে সুদীপা তাঁর মাকে নিয়ে একটি ছবি পোস্ট করেন। সেই সময়ও তিনি ছিলেন অসুস্থ। মায়ের সঙ্গেই জন্মদিন কাটিয়েছিলেন সুদীপা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee Mother Shraddha: সুদীপা চট্টোপাধ্যায়ের মায়ের মৃত্যুর পর ৩দিনের শ্রাদ্ধানুষ্ঠান, ছেলেকে পাশে বসিয়ে মন্ত্রোচ্চারণ, নিজেই পোস্ট করলেন ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement