Saif-Kareena Affair: করিনা নন, এই নামী নায়িকার থেকে প্রেমের সঠিক টিপস পেয়েছিলেন সইফ! শিখেছিলেন ঘর পাতার আসল অর্থ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
কাজ ছাড়াও অনেক কথা একে অপরের সঙ্গে শেয়ার করেন দু’জনে৷ বিয়ের আগে সইফকে খুব গুরুত্বপূর্ণ উপদেশও দেন সেই নায়িকা, যা সইফের জীবন বদলে দেয়৷
বলিউডের স্টার কাপল হিসেবে প্রথমেই আসবে সইফ-করিনার নাম৷ তবে ক্যামেরার সামনে, হাতে গোনা কয়েকটি ছবি বাদে, তাঁদের খুব বেশি দেখা যায়নি৷ অন্যদিকে সইফ-রানি জুটির অনেক সফল ছবি রয়েছে বলিউডে৷ তাঁদের ছবি ‘হাম তুম’, ‘তারা রাম পাম’, ‘বান্টি অর বাবলি’, ‘থোড়া পেয়ার থোড়া ম্যাজিক’-এ একসঙ্গে কাজ করেছেন। দর্শকদের খুবই পছন্দের জুটি সইফ-রানি। তবে বাস্তবেও রানি-সইফ খুবই ভাল বন্ধু৷ কাজ ছাড়াও অনেক কথা একে অপরের সঙ্গে শেয়ার করেন দু’জনে৷ বিয়ের আগে সইফকে খুব গুরুত্বপূর্ণ উপদেশও দেন রানি, যা সইফের জীবন বদলে দেয়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
জীবনে অনেক হটকারী সিদ্ধান্ত নিয়েছিলেন সইফ৷ খুব কম বয়সে তিনি অমৃতা সিং-কে বিয়ে করেন৷ এবং পরবর্তীতে সেই বিয়ে টেকেনি৷ এছাড়া কেরিয়ারের শুরুতে খুব বেশি কাজের বিষয়ও মন ছিল না তাঁর৷ ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছেন৷ ইন্ডাস্ট্রিতে নিজের কাজের জায়গা পাকা করেছেন৷ এবং অবশ্যই করিনার সঙ্গে বিয়ে করে ব্যক্তিগত জীবনে থিতু হয়েছেন৷