TRENDING:

শেষ দিন জেলে তুমুল নাচ! কেমন ছিল সুশান্ত-প্রেমিকা রিয়ার বন্দিদশা, সামনে এল তথ্য

Last Updated:

Rhea Chakraborty: সম্ভবত রিয়াকে বিশেষ সেলে রাখা হয় তার কারণ, সেখানে টিভি নেই। নয়তো সবাই যেখানে থাকে, সেখানে সারাক্ষণ টিভি চলে। দিনরাত নিজের সম্পর্কে চর্চা শুনলে ওর মন খারাপ হতে পারত তাঁর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এক মাসের কারাবাস। কী ভাবে সময় কেটেছিল তাঁর? জেলের ভিতরে অন্ধকার সময়ে তাঁর সঙ্গী ছিল কারা? কথা বলতেন কাদের সঙ্গে? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় তাঁর নাম জড়ানোর পর রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। গত জুন মাসে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তৈরি একটি খসড়া চার্জশিটে তাঁর এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর নাম ছিল।
advertisement

মানবাধিকার বিষয়ক আইনজীবী এবং ট্রেজ উইনিয়নের সদস্য সুধা ভরদ্বাজ সেই সময়ের স্মৃতি তুলে ধরলেন সম্প্রতি। মুম্বইয়ের বাইকুল্লা জেলে রিয়ার সঙ্গেই হাজতবন্দি ছিলেন তিনি। রিয়াকে সেখানে অত্যন্ত সাদামাঠা রূপে দেখেছিলেন সুধা। রিয়া তাঁর সহবন্দিদের সঙ্গে খুব সহজেই মিশে গিয়েছিলেন তিনি। এমনকি জামিনে ছাড়া পাওয়ার আগে রাতে তাঁর সহবন্দিদের জন্য নাচ করে দেখিয়েছিলেন।

advertisement

আরও পড়ুন: এবার বাংলা ছবিতে সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী? প্রযোজনায় রানা সরকার

রিয়া ২৮ দিন বন্দি ছিলেন। সুধা ছিলেন মোট ৩ বছর। গত ডিসেম্বর মাসে তিনি জামিনে ছাড়া পেয়েছেন। সুধার কথায়, ''সুশান্তের মৃত্যুর পর মিডিয়া ট্রায়ালের মুখে পড়েছিলেন রিয়া। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার শিকার হন তিনি। তাও সবরকম রোষের মোকাবিলা করেছেন সাহসের সঙ্গে। আমরা তখন বলতাম, রিয়াকে বলির পাঁঠা করা হয়েছিল। ওকে বিশেষ সেলে রাখা হয়েছিল বলে খুশিই হয়েছিলাম আমরা। সম্ভবত সেখানে ওকে রাখা হয়েছিল কারণ বিশেষ সেলে টিভি নেই। নয়তো সবাই যেখানে থাকে, সেখানে সারাক্ষণ টিভি চলে। দিনরাত নিজের সম্পর্কে চর্চা শুনলে ওর মন খারাপ হতে পারত।''

advertisement

আরও পড়ুন: এনসিবি-র মাদক মামলার খসড়া চার্জশিটে নাম সুশান্ত-প্রেমিকা রিয়া ও তাঁর ভাই শৌভিকের

সুধার কথায় জানা যায়, রিয়া প্রথম দিন সেখানে প্রবেশ করার পর থেকেই সকলের সঙ্গে খুব সুন্দর করে মিশে যান। শিশুদের সঙ্গে খেলাধুলোও করেন। তারকা বলে সবাই কেবল রিয়াকেই খুঁজত। কিন্তু রিয়া সে সব নিয়ে একদিনও অভিযোগ করেননি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

যে দিন তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তাঁর অ্যাকাউন্টে যত টাকা ছিল, তা দিয়ে সকলের জন্য মিষ্টি কিনতে পাঠান। সকলে মিলে তাঁকে বিদায় জানাতে আসেন। তখনই সকলে মিলে রিয়াকে নাচ করার জন্য অনুরোধ জানান। তাঁদের মন রাখার জন্য রাজিও হয়ে যান অভিনেত্রী। সহবন্দিদের সঙ্গে নাচ করেন বাঙালি অভিনেত্রী। রিয়া নাকি বিদায় জানানোর সময়ে বলেছিলেন, এই সমস্ত স্মৃতি তিনি বাড়ি নিয়ে ফিরবেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শেষ দিন জেলে তুমুল নাচ! কেমন ছিল সুশান্ত-প্রেমিকা রিয়ার বন্দিদশা, সামনে এল তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল