কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন সামান্থা? নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে যেন দ্বিতীয় বার করে বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এবার অভিনয়ের সঙ্গে গাঁটছড়া শিথিল হতে চলেছে। তার কারণ সামান্থার শারীরিক পরিস্থিতি। মায়োসাইটিসে ভুগছেন সামান্থা। বেশ কয়েক মাস ধরে মায়োসাইটিসে আক্রান্ত তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। লড়তে লড়তে এক সময় মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে পড়েছিলেন।
advertisement
আরও পড়ুন: কাজ ফেলে তড়িঘড়ি দক্ষিণ কোরিয়া যাচ্ছেন সামান্থা! চিকিৎসা নাকি অন্য কোনও কারণ
অক্টোবরে ইনস্টাগ্রামে হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেন সামান্থা। জানান, তিনি মায়োসাইটিসে আক্রান্ত। সাময়িক ভাবে ভেঙে পড়লেও মনের জোর হারাননি অভিনেত্রী। তাঁর কথায়, "আমি সব সময় লড়াকু মনোভাব নিয়ে থেকেছি। এ বারও লড়ে যাব।"
আরও পড়ুন: 'এত তাড়াতাড়ি আমার মৃত্যু হচ্ছে না', সামান্থাকে দমাতে পারেনি মায়োসাইটিস
তাই জন্য তিনি একটি লম্বা বিরতি নিতে চান। আপাতত অভিনয় করবেন না বলে স্থির করেছেন বলেই শোনা যাচ্ছে। চিকিৎসা চলবে আরও। এমনকি মাঝে শোনা গিয়েছিল, চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়াও যেতে পারেন তিনি।
মায়োসাইটিস কোনও নির্দিষ্ট অসুখ নয়৷ বরং অনেকগুলো বিরল শারীরিক জটিলতাকে বলে মায়োসাইটিস৷ এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে৷ একাধিক কারণে এই জটিলতা দেখা দেয়৷ শেষ পর্যন্ত মাংসপেশির ইনফ্লেম্যাশনও বিরল নয় এই সমস্যায়৷ মায়োসাইটিসের প্রধান উপসর্গ হল মাংসপেশিতে যন্ত্রণা ও দুর্বলতা৷ যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে৷ এমনও হতে পারে আক্রান্ত ব্যক্তি হয়তো কিছুটা হাঁটার পর অত্যন্ত দুর্বল বোধ করতে পারেন৷