২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে দু’টি ছবির টিজার ১০০ মিলিয়ন ভিউ পার করেছে। আর এই দুটি ছবিতেই কিন্তু অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা প্রভাস। যে টিজার নিয়ে হইচই পড়ে গিয়েছে, সেটি হল প্রশান্ত নীলের সালার পার্ট ১ – সিজফায়ার। আর এটা ভারতীয় চলচ্চিত্র জগতের মোস্ট ওয়াচড টিজার হয়ে উঠেছে। এখনও পর্যন্ত এর ভিউ ১৩৯ মিলিয়ন। এমনকী প্রভাস অভিনীত আদিপুরুষ-এর টিজারকেও পিছনে ফেলে দিয়েছিল এই টিজার। আদিপুরুষ-এর টিজারে ভিউ এসেছে ১০৯ মিলিয়ন।
advertisement
আরও পড়ুন- একাই এলেন ঐশ্বর্য, জন্মদিনের পর দীপাবলিতে উধাও অভিষেক, পাশে পেলেন প্রাক্তন প্রেমিককে, তবে কি…
আরও পড়ুন- নীলকে ভুলে অন্য পুরুষে মজেছেন তৃণা! ফাঁস করলেন স্বামীর নামও, শুনে যা হল অভিনেতার…
তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, অন্যান্য টিজারে যেমন নায়কের মুখ দেখা যায়, সালার-এর টিজারে কিন্তু একবারের জন্যও প্রভাসের মুখ দেখা যায়নি। মূলত তাঁর উপস্থিতি এবং সিল্যুয়েটের কারণেই দর্শকদের উন্মাদনা এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রথম ২৪ ঘণ্টায় সালার-এর টিজারের ভিউ এসেছিল ৮০ মিলিয়ন। অন্যান্য ছবির টিজারের তুলনায় কয়েক গুণ বেশি।
আদিপুরুষ ছাড়া চলতি বছরের অন্য কোনও ভারতীয় ছবির টিজার ভিউ ১০০ মিলিয়নের কোঠা স্পর্শ করতে পারেনি। এই বছরের মোস্ট ওয়াচড টিজারের তালিকায় তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে শাহরুখ খানের দুটি ছবি। জওয়ান এবং পাঠান ছবির টিজারে এসেছে যথাক্রমে ৮৪ মিলিয়ন এবং ৭৮ মিলিয়ন ভিউ। এর পাশাপাশি তালাপতি বিজয় অভিনীত লিও-র ব্লাডি স্যুইট নামে প্রথম প্রোমো প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে। এই প্রোমোর ভিউ এসেছে ৭৪ মিলিয়ন। এছাড়া চলতি বছরের বেশি ভিউ পাওয়া অন্যান্য টিজারগুলির মধ্যে অন্যতম হল ডানকি (৪৬ মিলিয়ন এবং ক্রমবর্ধমান), টাইগার থ্রি (৩৯ মিলিয়ন), গদর ২ (৩২ মিলিয়ন) এবং কালকি ২৮৯৮ এডি (৩১ মিলিয়ন)।