আরও পড়ুন: টাইগার শ্রফকে আচমকা 'প্রিয় বন্ধু' উল্লেখ প্রেমিকা দিশার, সম্পর্কে ভাঙন?
বলিটাউনের তরুণ তুর্কিদের সঙ্গে সাবলীল সম্পর্ক বজায় রাখেন রেখা (Rekha)! সবার তিনি 'মাই ডিয়ার'! কিন্তু এই আচরণ-ই একবার বিতর্কের মুখে ঠেলে দিয়েছিল বলিউডের এভারগ্রিন ডিভাকে! সন্তানসম অভিনেতার সঙ্গে নাম জড়িয়ে যায় তাঁর! তবে খোলসা করেই বলা যাক! একটি অ্যাওয়ার্ড ফাংশনে চুমু খেতে দেখা যায় রেখা আর হৃতিককে! না, কপালে চুমু নয়! রেখা হৃতিকের ঠোঁটে চুমু খেয়েছিলেন! সেই 'লিপলক' নিমেষে উঠে আসে শিরোনামে! চর্চা শুরু হয় ইন্ডাস্ট্রির অন্দরেও! নিন্দুকেরা বলতে ছাড়েন না, '' ছেলের বয়সি ছেলেকে এক্কেবারে ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু খেলেন রেখা''! সোশ্যাল মিডিয়াতেও একপ্রকার তুলোধোনা চলল রেখাকে নিয়ে!
advertisement
আরও পড়ুন: টাইগার সব সময় রেডি! সলমান-ক্যাটরিনার টাইগার ৩ আসছে বিশেষ দিনে!
কয়েক বছর আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির ছিলেন রেখা আর হৃতিক! বেশ অনেকদিন বাদে আদরের দুগ্গুকে দেখে রেখার আনন্দ আর ধরে না! রেখাকে দেখে হৃতিকও বেজায় খুশি! নিছক স্নেহবশতই হৃতিককে আলিঙ্গনের পর ভুল ভুলবশত তাঁর কপালের পরিবর্তে ঠোঁটের সামান্য উপরে চুমু খান রেখা! নিমেষে পাপারাৎজিদের লেন্সবন্দি হয় মুহূর্তটা! এরপরই শুরু হয় কাঁদা ছোঁড়াছুড়ি, কটাক্ষ, সমালোচনা! সোশ্যাল মিডিয়ায় বয়ে যায় সমালোচনার ঝড়! যদিও এই বিষয়ে রেখা বা হৃতিক কেউ-ই মুখ খোলেননি কিংবা কোনও কৈফিয়ত দেননি!