TRENDING:

Singer: ইমনের সঙ্গে এক মঞ্চে রামপুরহাটের মেয়ে! প্রতিভা আর অদ‍ম‍্য লড়াই করেই রিয়‍্যালিটি শো মাতালেন দীপান্বিতা

Last Updated:

Reality Show Singer: বীরভূমের রামপুরহাটের বাসিন্দা দীপান্বিতা ভাণ্ডারী। খুব অল্প বয়সেই দীপান্বিতা ভাণ্ডারীর বাবার দুর্ঘটনায় মৃত্যু হয়। তবে বাবার ইচ্ছে ছিল তার ‘রাজকন্যাকে’ টিভির পর্দায় গান গাইতে দেখার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: ইচ্ছা শক্তি থাকলে সব অসম্ভবকে সম্ভব করা যায়। তার জলজ্যান্ত উদাহরণ বীরভূমের মেয়ে দীপান্বিতা। প্রত্যেকের জীবনে নানা ইচ্ছা থাকে। কিন্তু শুধু ইচ্ছে থাকলেই হল না, সেই সঙ্গে চাই অদম‍্য শক্তি এবং তার সঙ্গে মনোবল। অনেকের মধ্যেই সেই মনোবল হারিয়ে যায় একসময়। তবে বীরভূমের দীপান্বিতা প্রমাণ করেছে ইচ্ছা শক্তি থেকেই সবকিছু করা যেতে পারে। ১৮ বছরের মেয়েটির সাফল‍্য বর্তমানে অন‍্যদের কাছে শিক্ষনীয়।
advertisement

বীরভূমের রামপুরহাটের বাসিন্দা দীপান্বিতা ভাণ্ডারী। খুব অল্প বয়সেই দীপান্বিতা ভাণ্ডারীর বাবার দুর্ঘটনায় মৃত্যু হয়। তবে বাবার ইচ্ছে ছিল তার ‘রাজকন্যাকে’ টিভির পর্দায় গান গাইতে দেখার। মাত্র ১ বছর ৮ মাস বয়স থেকেই টিভির পর্দায় যেই গান হত সেই গানে গুনগুন করে গান গাইতেন দীপান্বিতা।

আরও পড়ুন: বলুন তো কোন প্রাণীর ৭৫০ টি পা রয়েছে? ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন, আপনি জানেন কি?

advertisement

এরপরই মাত্র তিন বছর বয়স থেকেই গান গাওয়ার শুরু। এমনকি স্কুলের শিক্ষক-শিক্ষিকার কাছে দীপান্বিতা হয়ে উঠেছিল কাছের মানুষ। বাবার সেই স্বপ্ন এবং মায়ের অক্লান্ত পরিশ্রমকে সঙ্গী করেই বাংলার সেই মফ:স্বলের মেয়েটি আজকে বিখ্যাত গায়িকার সঙ্গে স্টেজ শেয়ার করেছেন।

View More

সেই বিখ্যাত গায়িকা আর কেউ নন তিনি হলেন ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তীর কন্ঠে গাওয়া সেই গান ‘আমি আবার ক্লান্ত পথচারী’ এই গানটি ৮ থেকে ৮০ সকলের পছন্দের তালিকায় হয়ে উঠেছে। সেই গানের কন্ঠে তালে তাল মিলিয়েছেন বীরভূমের রামপুরহাটের ১৮ বছরের এই মেয়েটি। একটি রিয়েলিটি শোয়ের প্রোগ্রামে দীপান্বিতা ইমন চক্রবর্তী সঙ্গে একই স্টেজে গান গেয়েছেন।

advertisement

দীপান্বিতার বাড়িতে রয়েছে তার মা, দিদা এবং সে নিজে। তার মায়ের নাম মৌমিতা ভাদুড়ী এবং দিদার নাম রিনা লাহিড়ী। বাবা মারা যাওয়ার পর তার মাই হয়ে দাঁড়িয়েছে তার অস্ত্র। দীপান্বিতা সাক্ষাৎকারে জানান, মাত্র ছয় বছর বয়সে তার মা এবং বাবা তার প্রতিভা দেখে জন্মদিনে একটি হারমোনিয়াম উপহার দেন।

advertisement

আর সেই হারমোনিয়াম পাওয়ার পর থেকেই তার গানের চর্চা শুরু। এখনও পর্যন্ত বীরভূমের এই দীপান্বিতা বিভিন্ন গান গাওয়ার পাশাপাশি প্রায় একশোটির বেশি অ্যাওয়ার্ড পেয়েছেন। আগামী দিনে দীপান্বিতের ইচ্ছে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে গান গাওয়ার।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সৌভিক রায়

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Singer: ইমনের সঙ্গে এক মঞ্চে রামপুরহাটের মেয়ে! প্রতিভা আর অদ‍ম‍্য লড়াই করেই রিয়‍্যালিটি শো মাতালেন দীপান্বিতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল