ইনস্টাগ্রামে এক ফ্যানের অ্যাকাউন্ট বুধবার এক ভিডিও পোস্ট করেছে। সেইখানে দেখা গিয়েছে, মা-কন্যা জুটি ক্যামেরার জন্য হাসলেন এবং ক্যামেরাম্যানদের ধন্যবাদও জানিয়েছেন। সেই ছবিতে রাশাকে একটা হলুদ পোশাক পরে দেখা যায়।
advertisement
সেই ছবি-ভিডিও জুড়েই ভরে গিয়েছে নানা কমেন্টে। সেইখানে একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেন, "তারা সুতারিয়া দ্বিতীয় পর্ব"। এরপর আরও একজন জানান, "একটু খেয়াল করলেই দেখবেন একেবারেই তারা সুতারিয়ার মতো দেখতে", অপর একজন জানান, "আমি ভেবেছিলাম এটা তারা সুতারিয়া।"
আরও পড়ুন: 'আমি ভাগ্যবতী, তোমার সঙ্গে দেখা হল'! প্রযোজককে বিয়ে অভিনেত্রী মহালক্ষ্মীর
আরও পড়ুন: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় ম্যানেজার থেকে টেকনিশিয়ান নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন
রবিনা টন্ডনের মেয়ে, তাঁর মতোই সুন্দর... এমন কথা জানিয়েছেন অনেক ভক্ত। এক ভক্তের কথায় রবিনা টন্ডনের মেয়ে আলিয়া ভাটের চেয়েও সুন্দর। আরেক ভক্তের কথায়, "আগামীর নায়িকা"।