'আমি ভাগ্যবতী, তোমার সঙ্গে দেখা হল'! প্রযোজককে বিয়ে অভিনেত্রী মহালক্ষ্মীর

Last Updated:
Ravindar Chandrasekaran And Mahalakshmi PHOTOS: সিনেমা 'ভিদিয়াম ভারাই কাঠিরু'-এর সময় প্রথম আলাপ হয় মহালক্ষ্মী-চন্দ্রশেখরনের
1/6
দক্ষিণের অভিনেত্রী মহালক্ষ্মী গত বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধলেন প্রযোজক রবীন্দ্র চন্দ্রশেখরনের সঙ্গে। দুজনের পরিবারের কাছাকাছি কিছু আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে ঐতিহ্যগত রীতি-রিওয়াজ মেনেই বিবাহ হয়েছে তাঁদের।
দক্ষিণের অভিনেত্রী মহালক্ষ্মী গত বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধলেন প্রযোজক রবীন্দ্র চন্দ্রশেখরনের সঙ্গে। দুজনের পরিবারের কাছাকাছি কিছু আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে ঐতিহ্যগত রীতি-রিওয়াজ মেনেই বিবাহ হয়েছে তাঁদের।
advertisement
2/6
মহালক্ষ্মীর প্রথম বিয়ে অনিলের সঙ্গে হয়েছিল। তাঁদের এক পুত্র সন্তান হয়েছে। পরে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী মহালক্ষ্মী।
মহালক্ষ্মীর প্রথম বিয়ে অনিলের সঙ্গে হয়েছিল। তাঁদের এক পুত্র সন্তান হয়েছে। পরে তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এখন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী মহালক্ষ্মী।
advertisement
3/6
সিনেমা 'ভিদিয়াম ভারাই কাঠিরু'-এর সময় প্রথম আলাপ হয় মহালক্ষ্মী-চন্দ্রশেখরনের।
সিনেমা 'ভিদিয়াম ভারাই কাঠিরু'-এর সময় প্রথম আলাপ হয় মহালক্ষ্মী-চন্দ্রশেখরনের।
advertisement
4/6
নিজের পছন্দের ছবি শেয়ার করেছেন তাঁরা। মহালক্ষ্মী লিখেছেন, 'আমি ভাগ্যশালি কারণ আপনি আমার জীবনে আছেন... আপনার জীবনকে আপনার ভালবাসার থেকে ভরে দিন.. ভালবাসি তোমায় অম্মু।'
নিজের পছন্দের ছবি শেয়ার করেছেন তাঁরা। মহালক্ষ্মী লিখেছেন, 'আমি ভাগ্যশালি কারণ আপনি আমার জীবনে আছেন... আপনার জীবনকে আপনার ভালবাসার থেকে ভরে দিন.. ভালবাসি তোমায় অম্মু।'
advertisement
5/6
'বাণী রানী' সিরিয়ালে কন্নর মহালক্ষ্মী মূখ্য় ভূমিকায় অভিনয় করেছেন। 'চেল্লাময়', 'অফিস', 'আরসি', 'থিরু মঙ্গলম' ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে।
'বাণী রানী' সিরিয়ালে কন্নর মহালক্ষ্মী মূখ্য় ভূমিকায় অভিনয় করেছেন। 'চেল্লাময়', 'অফিস', 'আরসি', 'থিরু মঙ্গলম' ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে।
advertisement
6/6
রবীন্দ্র চন্দ্রশেখরন নিজের প্রযোজনা সংস্থা লিব্রা প্রোডাকশন থেকে 'নালনম নন্দিনিয়াম', 'সুত্তা কঢ়াই', 'নত্পুনা এননানু থেরিয়ুমা' এবং 'মুরুংকাই চিপস' ছবিতে অর্থ ব্যয় করেছেন।
রবীন্দ্র চন্দ্রশেখরন নিজের প্রযোজনা সংস্থা লিব্রা প্রোডাকশন থেকে 'নালনম নন্দিনিয়াম', 'সুত্তা কঢ়াই', 'নত্পুনা এননানু থেরিয়ুমা' এবং 'মুরুংকাই চিপস' ছবিতে অর্থ ব্যয় করেছেন।
advertisement
advertisement
advertisement