TRENDING:

Ranveer Singh: রণবীর সিংকে 'টাকিলা' আনতে বললেন তাঁর ৯৩ বছরের দাদু! ভাইরাল ভিডিও ঘিরে তুলকালাম

Last Updated:

রণবীরের দাদুকে বলতে শোনা গিয়েছে, ‘টিক্কি ছোড়ো, টাকিলা লাও’! জীবনকে উপভোগ করা কাকে বলে শিখে নিতে হয় এই দাদু-নাতির কাছ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সদ্যই মুক্তি পেয়েছে রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’৷ এই ছবি দিয়ে ৭ বছর পর পরিচালকের আসন ফিরলেন করণ জোহর৷ রকি আর রানি প্রেমের আখ্যান দর্শকের মনে ধরেছে। বক্স অফিসের হিসেবনিকেশ তেমনটাই বলছে। পঞ্চম দিনেও ভাল ব্যবসা করেছে করণ জোহর পরিচালিত ছবিটি।
advertisement

আলিয়া ভাট এবং রণবীর সিংকে মুখ্য চরিত্রে রেখে বোনা বর্ণিল সেই গল্পে আছে প্রেম, সামাজিক বার্তা আর লিঙ্গকাঠামোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার তাগিদ। বলিউডের তাবড় সব তারকাদের মাঝেই নজর কেড়েছেন টোটা রায়চৌধুরি এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। পর্দায় আলিয়া অর্থাৎ রানির মা-বাবার চরিত্রে প্রশংসিত তাঁরা।

আরও পড়ুন- ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক, উথালপাথাল প্রেম, কেউ আবার বিয়ের আগেই অন্তঃসত্ত্বা… বিতর্কে ভরা এই বলিসুন্দরীদের জীবন

advertisement

ইনস্টাগ্রামে দাদুর সঙ্গে ছবি, ভিডিও-ও পোস্ট করেছেন তিনি। যা দেখে নেটিজেনরা হেসে কুপোকাত। দাদুর গায়ে ‘টিম রকি’ লেখা কালো টি-শার্ট। অন্যদিকে রণবীরের পরনে ‘হোয়াট ঝুমকা’ লেখা নীল সোয়েট শার্ট। একটিতে দেখা যাচ্ছে রণবীর ও তাঁর দাদু ‘হোয়াট ঝুমকা’ গানে নাচ করছেন। শেষ ভিডিওতে রণবীরের দাদুকে বলতে শোনা গিয়েছে, ‘টিক্কি ছোড়ো, টাকিলা লাও’! জীবনকে উপভোগ করা কাকে বলে শিখে নিতে হয় এই দাদু-নাতির কাছ থেকে।

advertisement

ছবির পরিচালক করণ জোহরের কথায়, ‘দুজনেই আমার হার্টথ্রব’। কৃতি শ্যানন মন্তব্য করেছেন, ‘সো কিউট’। মন্তব্য করেছেন বাদশা, সঞ্জয় কাপুর, জারিন খান।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দুই পরিবার। বাঙালি ও পঞ্জাবি। একদিকে শাবানা আজমি, চূর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী এবং আলিয়া ভাটের পরিবার। উচ্চশিক্ষিত, মার্জিত, সাংস্কৃতিক এবং জাজমেন্টাল পরিবার। অন্যদিকে জয়া বচ্চন, আমির বশির, অঞ্জলি আনন্দ, ক্ষীতি যোগ এবং রণবীর সিংয়ের পরিবার। পুরুষতান্ত্রিক, ব্যবসায়ী মনোভাবপূর্ণ, অমার্জিত, রক্ষণশীল পরিবার। শিক্ষা নিয়ে যাদের মাথাব্যথা প্রায় নেই বললেই চলে। কিন্তু পরিবারের মেয়ের বিয়ে না হলে বাড়ি মাথায় করতেই পারে। ‘কভি খুশি কভি গম’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’-র মতোই প্রেক্ষাপট। প্রেমের জন্য পরিবারে, পরম্পরার মুখোমুখি দাঁড়ানো। সব মিলিয়ে সিনেমা তো হিট, হিট তার প্রোমোশনও।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Singh: রণবীর সিংকে 'টাকিলা' আনতে বললেন তাঁর ৯৩ বছরের দাদু! ভাইরাল ভিডিও ঘিরে তুলকালাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল