Bollywood-Cricket Love-Affairs: ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক, উথালপাথাল প্রেম, কেউ আবার বিয়ের আগেই অন্তঃসত্ত্বা... বিতর্কে ভরা এই বলিসুন্দরীদের জীবন

Last Updated:

Bollywood-Cricket Love-Affairs: ক্রিকেটের সঙ্গে বলিউড সুন্দরীদের প্রেমের সম্পর্ক নতুন কিছু নয়। এঁদের মধ্যে কারও সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। কারও এবার অপূর্ণই থেকে গিয়েছে।

ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক, উথালপাথাল প্রেম, কেউ আবার বিয়ের আগেই অন্তঃসত্ত্বা... বিতর্কে ভরা এই বলিসুন্দরীদের জীবন
ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক, উথালপাথাল প্রেম, কেউ আবার বিয়ের আগেই অন্তঃসত্ত্বা... বিতর্কে ভরা এই বলিসুন্দরীদের জীবন
কলকাতা: বিতর্ক বরাবরই বলিউডের সঙ্গী। ক্রিকেটের সঙ্গে বলিউড সুন্দরীদের প্রেমের সম্পর্ক নতুন নয়। তা সে ভারতীয় ক্রিকেটার হোক কিংবা বিদেশি। এঁদের মধ্যে কারও সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়িয়েছে। বিয়ে বললে প্রথমেই মনে পড়ে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার কথা। কিন্তু কারও প্রেম অপূর্ণই থেকে গিয়েছে। কেউ কেউ আবার বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়েছেন। জানেন বলিতারকাদের জীবনের সেই সব অজানা গল্প।
সুস্মিতা সেন- ওয়াসিম আক্রম
সু্স্মিতা সেনের প্রাক্তন প্রেমিকের তালিকায় রয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ওয়াসিম আক্রম। সুস্মিতা সেন এবং ওয়াসিম আক্রামের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০৮ সালে একটি রিয়েলিটি শো-তে। সেই সময় ওয়াসিম আক্রমের প্রথম স্ত্রী হুমা জীবিত ছিলেন। তাই বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বাড়লেও প্রেম পর্যন্ত গড়ায়নি বিষয়টি। কিন্তু ২০০৯ সালে আক্রমের প্রথম স্ত্রী প্রয়াত হওয়ার পর শোনা যায় সুস্মিতা ও ওয়াসিমের ঘনিষ্ঠতা আরও বাড়ে বলে শোনা যায়। তবে শেষ পর্যন্ত পূর্ণতা পায়নি সম্পর্ক।
advertisement
advertisement
নীনা গুপ্ত-ভিভিয়ান রিচার্ডস
নীনা গুপ্ত-ভিভিয়ান রিচার্ডসের প্রেমের কথা কারও অজানা নয়। নীনা জানিয়েছিলেন যে, ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট পাগল ছিলেন। এক দিন জয়পুরের মহারানির একটি পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পান তিনি। সেখানে আমন্ত্রিত ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলও। ফলে ওই দলের তৎকালীন অধিনায়ক ভিভিয়ান রিচার্ডস তাঁর দলের সতীর্থদের নিয়ে পার্টিতে পৌঁছন। সেখানেই আলাপ, বন্ধুত্ব এবং তার পরে প্রেম। এর পর তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে, ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন নীনা। যেহেতু বিয়ে ছাড়াই অভিনেত্রী গর্ভবতী হয়েছেন, ফলে সেই সময় সমাজে তাঁকে অনেক কিছুই শুনতে হয়েছিল। সেই সবের ঊর্ধ্বে গিয়ে সন্তান মাসাবাকে পৃথিবীর আলো দেখিয়েছেন তিনি।
advertisement
ইমরান খান-জিনাত আমন
পাকিস্তানের ক্রিকেট তারকা ইমরান খান জিনাত আমনের প্রেমে পড়েন। সেইসময় অনেক অনুষ্ঠানে তাঁদের দুজনকে এক সঙ্গে দেখাও যেত। কিন্তু হঠাৎই জিনাত ইমরান খানকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেন।
তাঁদের বিবাহের গুঞ্জনও ওঠে। তবে পরবর্তীকালে জিনাত নিজের অতীত নিয়ে খুব একটা আলোচনা করতে চাননি।
advertisement
রাহুল দ্রাবিড়-রবিনা টন্ডন
অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভারতীয় ক্রিকেট দলের তারকা রাহুল দ্রাবিড় ও রবিনা টন্ডনের প্রেমের জল্পনা সামনে এসেছল। শোনা গিয়েছিল রাহুল দ্রাবিড় ও রবিনা টন্ডন নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। যদিও  পুরো বিষয়টি অস্বীকার করেছিলেন রবিনা।
advertisement
মহসিন খান-রীনা রায়
বলিউড অভিনেত্রী রীনা রায়ের সঙ্গে পাকিস্তানি খেলোয়াড় মহসিন খানের সম্পর্ক শুরু হয়। মাকিন্তু বিয়ে করার কয়েক বছর পরেই রীনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মহসিন খানের।
গ্যারি সোবার্স-অঞ্জু মহেন্দ্রু
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার গ্যারি সোবার্স। বলিউড সুন্দরী অভিনেত্রী অঞ্জু মহেন্দ্রুর সম্পর্কে জড়ান। অঞ্জু তখন রাজেশ খান্নার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। কিন্তু গ্যারি সোবার্সকে দেখে নিজেকে ঠিক রাখতে পারেননি অভিনেত্রী। রাজেশ-অঞ্জুর সম্পর্কের অবনতিও হয়। পরে সোবার্স বিয়ে করেন তাঁর অস্ট্রেলীয় বান্ধবীকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood-Cricket Love-Affairs: ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক, উথালপাথাল প্রেম, কেউ আবার বিয়ের আগেই অন্তঃসত্ত্বা... বিতর্কে ভরা এই বলিসুন্দরীদের জীবন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement