Optical Illusion IQ Test: বলুন তো ছবিতে আগে কোনটা দেখছেন? এর উপরেই নির্ভর করবে আপনার ধৈর্যশক্তি কতটা

Last Updated:

Optical Illusion IQ Test: একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর সিল্যুয়েটে একটি কালো অবয়ব। মনে হচ্ছে দেখে যে, বড় লেজবিশিষ্ট একটি প্রাণী যেন গাছের ডাল ধরে ঝুলছে।

বলুন তো ছবিতে আগে কোনটা দেখছেন? এর উপরেই নির্ভর করবে আপনার ধৈর্যশক্তি কতটা
বলুন তো ছবিতে আগে কোনটা দেখছেন? এর উপরেই নির্ভর করবে আপনার ধৈর্যশক্তি কতটা
কলকাতা: দৃষ্টিবিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে। আর এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা!
একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর সিল্যুয়েটে একটি কালো অবয়ব। মনে হচ্ছে দেখে যে, বড় লেজবিশিষ্ট একটি প্রাণী যেন গাছের ডাল ধরে ঝুলছে। ওই অপটিক্যাল ইলিউশনে বলা হয়েছে যে, “কোনটা আগে দেখছেন? একটি হনুমান না কি একটি সিংহ?” আর প্রথমে কোন প্রাণীটিকে দেখছেন, সেটাই বলে দেবে আপনার ধৈর্যশক্তি কতটা! আসলে রোজকার জীবনে আমাদের নানা ক্ষেত্রেই ধৈর্যশক্তির পরীক্ষা দিতে হয়। অপটিক্যাল ইলিউশনের এই ধাঁধাকে আবার ব্যক্তিত্বের পরীক্ষা হিসেবেও ধরা যায়। কারণ এতে আত্মসচেতনতাও বৃদ্ধি পায়। কথা না বাড়িয়ে তাহলে দেখে নেওয়া যাক কার ধৈর্যশক্তি কেমন!
advertisement
advertisement
যাঁরা প্রথমে সিংহ দেখছেন:
সিংহ শক্তি, ক্ষমতা, সাহস এবং আধিপত্যের প্রতীক। যাঁরা এই অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় প্রথমেই সিংহ দেখছেন, তাঁদের মধ্যেও সিংহের মতো এই বিশেষ ক্ষমতা দেখা যায়। তাঁরা সাধারণত অধৈর্য এবং জেদী প্রকৃতির হয়ে থাকেন। এর পাশাপাশি সিংহ বেপরোয়া এবং আবেগপ্রবণ হয়। তাই যাঁরা প্রথমে সিংহ দেখছেন, তাঁদের একটা বিষয়ে সচেতন থাকতে হবে। আর সেটা হল, তাঁদের লক্ষ্যের পথে যেন অহঙ্কার কখনওই বাধা হয়ে না দাঁড়ায়!
advertisement
যাঁরা প্রথমে হনুমান দেখছেন:
হনুমান বুদ্ধিমান এবং কৌতূহলী প্রকৃতির হয়ে থাকে। সেই সঙ্গে কখনও কখনও সৃজনশীলনতা এবং কৌতুকের সঙ্গেও এদের যোগ থাকে। ফলে যাঁরা প্রথমে হনুমান দেখছেন, তাঁদের মধ্যে এই ধরনের গুণ বিদ্যমান। তবে হ্যাঁ এই মানুষগুলি ধৈর্যশীল হয় এবং যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। যদিও হনুমানও কিন্তু আবেগপ্রবণ ও অসচেতন হয়ে থাকে। তাই যাতে আবেগ জীবন থেকে কিছু ছিনিয়ে না নিতে পারে, তার জন্য তাঁদের সতর্ক থাকা আবশ্যক।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion IQ Test: বলুন তো ছবিতে আগে কোনটা দেখছেন? এর উপরেই নির্ভর করবে আপনার ধৈর্যশক্তি কতটা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement