কলকাতার এক বিশিষ্ট চলচিত্র বাণিজ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, রাজ্যজুড়ে একশোটির কিছু বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি…’। প্রথম দিনেই অর্থাৎ শুক্রবার এই ছবির নেট কালেকশন ৫০ লক্ষ টাকা। তবে এই ব্যবসাকে এখনই খুব ভাল বলতে নারাজ বিশেষজ্ঞরা। কারণ তাঁদের মতে, এই ধরনের স্কেলের ছবি যে দিনে নেট ৪৫-৫০ লক্ষ টাকা তুলে আনবে, তা-ই স্বাভাবিক। তবে শনিবার ছবিটির ব্যবসা ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: রানির রাজত্বে ফিকে আলিয়া, চেনা লিঙ্গকাঠামোকে তুড়ি টোটা-রণবীরের! বার্তার চোটে প্রেম কম পড়িল জোহরে
আরও পড়ুন: কলকাতায় এসে আপ্লুত আলিয়া! হালকা সাজেই বাজিমাত ‘রানি’র, রইল অ্যালবাম
দেশ জুড়ে প্রথম দিন করণ জোহরের ছবিটির আয় ১১.৫০ কোটি টাকা। চলতি বছরে প্রথম দিনের ব্যবসার নিরিখে ‘রকি অউর রানি…’ পঞ্চম। প্রথম স্থানে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’। তার পর রয়েছে ‘আদিপুরুষ’, ‘কিসি কি ভাই কিসি কি জান’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’।