TRENDING:

Rocky Aur Rani ki Prem Kahani Box Office Collection: আলিয়া-রণবীরের গল্পে নজরকাড়া টোটা-চূর্ণী! বাংলায় 'রকি অউর রানি...'র ব্যবসা কেমন

Last Updated:

Rocky Aur Rani ki Prem Kahani Box Office Collection: কলকাতার এক বিশিষ্ট চলচিত্র বাণিজ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, রাজ্যজুড়ে একশোটির কিছু বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'রকি অউর রানি...'। প্রথম দিনেই অর্থাৎ শুক্রবার এই ছবির নেট কালেকশন ৫০ লক্ষ টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ এখন পর্দায়। সাত বছরের বৈরাগ্য কাটিয়ে এই ছবির হাত ধরেই ফিরলেন পরিচালক হিসাবে প্রত্যাবর্তন তাঁর। করণ জোহরের। আলিয়া ভাট এবং রণবীর সিংকে মুখ্য চরিত্রে রেখে বোনা বর্ণিল সেই গল্পে আছে প্রেম, সামাজিক বার্তা আর লিঙ্গকাঠামোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার তাগিদ। উল্লেখ্য, তাবড় সব বলিউড তারকাদের নিয়ে তৈরি ছবিটির অনেকটা জুড়ে রয়েছেন দুই বাঙালি শিল্পী। চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরী। কিন্তু বাংলায় কেমন ব্যবসা করল ‘রকি অউর রানি…’? কতই বা এল ছবির ভাঁড়ারে?
advertisement

কলকাতার এক বিশিষ্ট চলচিত্র বাণিজ্য বিশেষজ্ঞ জানিয়েছেন, রাজ্যজুড়ে একশোটির কিছু বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি…’। প্রথম দিনেই অর্থাৎ শুক্রবার এই ছবির নেট কালেকশন ৫০ লক্ষ টাকা। তবে এই ব্যবসাকে এখনই খুব ভাল বলতে নারাজ বিশেষজ্ঞরা। কারণ তাঁদের মতে, এই ধরনের স্কেলের ছবি যে দিনে নেট ৪৫-৫০ লক্ষ টাকা তুলে আনবে, তা-ই স্বাভাবিক। তবে শনিবার ছবিটির ব্যবসা ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।

advertisement

আরও পড়ুন: রানির রাজত্বে ফিকে আলিয়া, চেনা লিঙ্গকাঠামোকে তুড়ি টোটা-রণবীরের! বার্তার চোটে প্রেম কম পড়িল জোহরে

আরও পড়ুন: কলকাতায় এসে আপ্লুত আলিয়া! হালকা সাজেই বাজিমাত ‘রানি’র, রইল অ্যালবাম

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশ জুড়ে প্রথম দিন করণ জোহরের ছবিটির আয় ১১.৫০ কোটি টাকা। চলতি বছরে প্রথম দিনের ব্যবসার নিরিখে ‘রকি অউর রানি…’ পঞ্চম। প্রথম স্থানে রয়েছে শাহরুখ খানের ‘পাঠান’। তার পর রয়েছে ‘আদিপুরুষ’, ‘কিসি কি ভাই কিসি কি জান’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rocky Aur Rani ki Prem Kahani Box Office Collection: আলিয়া-রণবীরের গল্পে নজরকাড়া টোটা-চূর্ণী! বাংলায় 'রকি অউর রানি...'র ব্যবসা কেমন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল