TRENDING:

Ranveer Kapoor and Alia Bhatt wedding : জানা গেল অতিথিসংখ্যা ও বিয়ের স্থান, এ মাসেই নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর-আলিয়া

Last Updated:

Ranveer Kapoor and Alia Bhatt wedding : সম্প্রতি প্রকাশিত হল আরও কিছু তথ্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : রণবীর কপূর এবং আলিয়া ভাট এখন বলিউডের সবথেকে চর্চিত জুটি৷ দর্শক ও অনুরাগীরা তাঁদের বিয়ের দিনক্ষণ জানতে উৎসুক৷ ইতিমধ্যেই বিয়ের তারিখ নিয়ে বহু জল্পনা কল্পনা গুঞ্জরিত হয়েছে৷ সে সব শিরোনামেও এসেছে৷ কিন্তু সম্প্রতি প্রকাশিত হল আরও কিছু তথ্য৷(Ranveer Kapoor and Alia Bhatt to tie the knot this month )
বিয়ের জল্পনা তুঙ্গে! কিন্তু আলিয়াকে ছেড়েই নাকি পার্টি করবেন রণবীর
বিয়ের জল্পনা তুঙ্গে! কিন্তু আলিয়াকে ছেড়েই নাকি পার্টি করবেন রণবীর
advertisement

বিনোদমূলক সংবাদমাধ্যমে প্রকাশিত, রণবীর এবং আলিয়া এ মাসেই বিয়ে করছেন (Ranveer Kapoor and Alia Bhatt wedding)৷ শোনা গিয়েছে, কোনও রাজকীয় হোটেলে নয়৷ বরং তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন কপূর পরিবারের পারিবারিক বাড়ি, আর কে হাউস-এ৷ জানা গিয়েছে, বিয়ের ভেনু ঠিক করেছেন রণবীর নিজেই৷ প্রসঙ্গত এই বাড়িতেই ১৯৮০ সালের ২০ জানুয়ারি গাঁটছড়া বেঁধেছিলেন রণবীরের বাবা মা, ঋষি ও নীতু কপূর৷

advertisement

আরও পড়ুন : চাপা পোশাকের সঙ্গে শিশিরভেজা মেকআপ, অনুষ্কার দিক থেকে চোখ না সরানো বিরাটের মন্তব্য ‘উফফফ! টু হট’

‘পিঙ্কভিলা’-র প্রতিবেদনে এও প্রকাশ যে বিয়েতে আমন্ত্রিত থাকবেন ৪৫০ জন অতিথি৷ চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই নাকি বিয়ের দিনক্ষণ পাকা৷ কপূর পরিবারের ইচ্ছে ছিল বিয়ে হোক এপ্রিলের শেষে৷ কিন্তু ভাট পরিবারের ইচ্ছে, একটু তাড়াতাড়িই হয়ে যাক বিয়ে৷ কারণ আলিয়ার দাদু নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক অবস্থার কারণে৷ যদিও এই প্রসঙ্গে দুই পরি্বারের তরফে কোনও সমর্থন পাওয়া যায়নি, কিন্তু ভক্তদের মনে কল্পনা তার রঙিন পাখা মেলেছে৷

advertisement

আরও পড়ুন : আর্থিক জালিয়াতির শিকার রাজকুমার রাও, ট্যুইটারে ফেটে পড়লেন ক্ষোভে

বিয়ে নিয়ে যে তাঁরা ভাবছেন সে কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকারও করেছেন রণবীর৷ জানান, তিনি কখনওই বিয়ের দিন সংবাদমাধ্যমে প্রকাশ করবেন না৷ তবে জানাতে ভোলেননি যে তিনি আর আলিয়া বিয়ে নিয়ে পরিকল্পনা করছেন৷ তাঁর আশা, খুব তাড়াতাড়ি তাঁদের বিয়ে হবে৷

advertisement

আরও পড়ুন : রেকর্ড ভাঙা উষ্ণতম মার্চের পর এপ্রিলেও কি দহনজ্বালা? নাকি বৃষ্টির পূর্বাভাস আছে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কাজের দিকেও এই প্রথম রণবীর এবং আলিয়া অভিনয় করবেন একই ছবিতে৷ অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় তাঁদের দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে৷ সম্প্রতি শেষ হয়েছে ছবির শ্যুটিং৷ এই ছবিতে তাঁরা ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় এবং নাগার্জুন আক্কিকেনি৷ এ ছাড়াও বাণী কপূরের বিপরীতে রণবীরকে দেখা যাবে ‘শমসেরা’ ছবিতে৷ পুষ্পা তারকা রশ্মিকার সঙ্গে তিনি অভিনয় করবেন ‘অ্যানিমাল’-এ৷ অন্যদিকে, আলিয়া এ মুহূর্তে অভিনয় করছেন ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে৷ এ ছবিতে তাঁর বিপরীতে আছেন রণবীর সিং৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranveer Kapoor and Alia Bhatt wedding : জানা গেল অতিথিসংখ্যা ও বিয়ের স্থান, এ মাসেই নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর-আলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল