টিনসেলে রণবীর(Ranbir Kapoor) ও আলিয়ার প্রেম সকলের জানা। সিনেমায় কাজ শুরুর আগে থেকেই রণবীর কাপুরকে পছন্দ করতেন আলিয়া। কিন্তু সে কথা নায়ককে জানান অনেক পড়ে। আলিয়ার জীবনে কেউ না এলেও ততদিনে রণবীরের জীবনে কিন্তু এসেছে অনেক প্রেম। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা সকলের সঙ্গেই প্রেম করেছেন, এবং ভেঙেছেন রণবীর। কিছুতেই যেন থিতু হচ্ছিলেন না তিনি।
advertisement
তবে বয়সে অনেকটা ছোট আলিয়া তাঁর জীবনে আসতেই বদলে যায় সব কিছু। আলিয়ার রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছেন রণবীর কাপুর(Ranbir Kapoor)। ২০২১-এর ডিসেম্বরে তাঁদের বিয়ের কথা হয়েছিল একবার। কিন্তু সে বিষয় এখন চাপা পড়ে রয়েছে। তবে বিয়ে না হলেও আলিয়াকে ছাড়া চলে না রণবীরের। আজ আলিয়া অভিনীত ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র ট্রেলার দেখে রণবীর রীতিমতো অবাক হয়েছেন।
মুম্বইতে তাঁকে পেয়েই জানতে চান পাপারাৎজিরা কেমন হল ট্রেলার? রণবীর মুখে কিছুই বললেন না। গাঙ্গুবাই ওরফে আলিয়ার মতো করে পিছন ফিরে মাথার ওপর হাত তুলে প্রণাম করে জানালেন তাঁর কেমন লাগল। যা দেখে মুগ্ধ সকলে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। রণবীর যেন হয়ে উঠেছেন একেবারে আলিয়ার মতোই।
প্রসঙ্গত, গাঙ্গুবাই (Gangubai Kathiawadi) ছিলেন গুজরাতের বাসিন্দা। কিন্তু ছোটবেলা থেকে তাঁর স্বপ্ন ছিল, তিনি বলিউডের অভিনেত্রী হবেন। সেই স্বপ্ন নিয়েই কার্যত এক কাপড়ে স্বামীর সঙ্গে তিনি বেরিয়ে এসেছিলেন বাড়ি থেকে। এসে আশ্রয় নিয়েছিলেন মুম্বইয়ে। এস হুসেন জাইদির মাফিয়া কুইনস অফ মুম্বইয়ে এই বিষয়ে বিস্তারিত লেখা আছে। সেখানেই তিনি নতুন করে ঘর বাঁধার, সংসার করার স্বপ্ন দেখতে শুরু করেন।
কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। উল্টে তাঁকে যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছিল তাঁর স্বামী। আর সেখানেই তাঁকে ধর্ষণ করে তৎকালীন সময়ের বিখ্যাত গ্যাং করিম লালার গুণ্ডারা। সব সহ্য করেও শেষে ওই করিম লালার কাছেই আশ্রয় নেন গাঙ্গুবাই (Gangubai Kathiawadi)। সটান রাখি বাঁধের করিমের হাতে। তাতেই ভাইবোনের সম্পর্ক তৈরি হয় করিমের সঙ্গে। ভাল বেসে কমির তখন কামাত্থিপুরা এলাকার দায়িত্ব দিয়ে দেন গাঙ্গুবাইকে।
আরও পড়ুন: টলিপাড়ায় বিয়ের মরশুম ! অলকানন্দা ও মনোজিত সেরে নিলেন আইনি বিয়ে
সেখান থেকে সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। তৈরি হয়ে তাঁর কোঠা। সেখানে দেহপোজীবীদের নিয়ে কাজ করতে শুরু করেন তিনি। শোনা যায়, তাঁর কোঠায় ইচ্ছার বিরুদ্ধে কোনও মহিলাকে আটকে রাখা হত না। সারা জীবনে তিনি যোগাযোগ তৈরি করেন মুম্বইয়ের কুখ্যাততম অপরাধী, ডনদের সঙ্গে। ক্রমে হয়ে ওঠেন সর্বশক্তিমান। এই ছবিতে আলিয়া এই চরিত্রটিকেই দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। এখন অপেক্ষা শুধু ছবি মুক্তির।