চকোলেট বয়-এর ইমেজ ঝেড়ে ফেলে একেবারে অন্য লুকে ভক্তদের চমকে দিয়েছেন অভিনেতা৷ বাবা ও ছেলের সম্পর্কের জটিল সমীকরণ ছবির প্রেক্ষাপট৷ ট্রেলারে রণবীরের চরিত্রের আক্রমণাত্মক দিক সকলের নজর কেড়েছে৷ এর আগে সেভাবে অ্যাকশন ছবিতে দেখা যায়নি রণবীরকে৷ পরিচালক সন্দীপ রেড্ডির মাত্র সাড়ে ৩ মিনিটের এই ছবির ট্রেলারে রীতিমতো শিহরণ জাগিয়েছেন বলি অভিনেতা৷ আমি শেষ পর্যন্ত এটা মনে করি,আমি আমার বাবার কথা ভেবেছিলাম। তিনি যেভাবে কথা বলতেন, তিনি খুব আবেগপ্রবণ এবং আক্রমণাত্মক মানুষ ছিলেন৷ অন্ধকার চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে রণবীর আরও বলেন, তিনি চরিত্রটিকে জটিল বলেছেন৷
advertisement
আরও পড়ুন- ঐশ্বর্যকে ‘ধর্ষণ’ করার ইচ্ছা ছিল ‘এই’ তামিল অভিনেতার, ভাইরাল হতেই তোলপাড়! নিন্দার ঝড়
আরও পড়ুন- পারছেন না কথা বলতে, গলায় প্রচন্ড কষ্ট, বাতিল একাধিক শো! হঠাৎ কী হল অদিতি মুন্সীর?
ছোটবেলা থেকেই বাবা অনিল কাপুর তাঁর কাছে সুপারহিরো৷ কিন্তু সারাদিনে বাবা একটুও সময় দিতে পারে না ছেলেকে৷ বাবার জন্য ছোট থেকে যে ভালবাসা জন্মেছে অর্জুনের মনে, সেটাই একটা সময় তাঁকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে এবং অন্ধকার জগতে ঠেসে দেয়৷ এমনকি মানুষ খুন করতেও তার হাত কাঁপে না৷ ট্রেলার শুরু থেকে শেষ পর্যন্ত রক্ত, হানাহানি করতে দেখা গেছে রণবীরকে৷ কখনও বন্দুক তো কখনও কুঠার হাতে মানুষ খুন করে চলেছেন রণবীর৷
এর মধ্যেই সুপারহিরো বাবার উপর গুলি চালায় শত্রুপক্ষ৷ তারপরই জোর গলায় প্রকাশ্যে রণবীর ঘোষণা করে, আমার বাবা বলবীর সিংয়ের উপর যে গুলি চালিয়েছে, আমি নিজের হাতে তার গলা কাটব৷ বাবার উপর একটা আঁচড় লাগলে গোটা পৃথিবী জ্বালিয়ে দিতে পারি৷ বাবা ও ছেলের সম্পর্কের এই শিউরে ওঠা সমীকরণই ‘অ্যানিম্যাল’-এর গল্প৷ ছবিতে রণবীর ছাড়াও রশ্মিকা মন্দানা, অনীল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর সহ আরও অনেকে রয়েছে। ছবিতে রণবীরের স্ত্রীয়ের চরিত্রে রশ্মিকাকে দেখা যাবে৷ সবকিছু ঠিক থাকলে চলতি বছর ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে রণবীর কাপুরের অ্যাকশন ড্রামা ‘অ্যানিম্যাল’৷