Aditi Munshi: পারছেন না কথা বলতে, গলায় প্রচন্ড কষ্ট, বাতিল একাধিক শো! হঠাৎ কী হল অদিতি মুন্সীর?

Last Updated:

Aditi Munshi: আচমকাই একের পর এক শো বাতিল করে দিলেন অদিতি৷ হঠাৎ কী হল গায়িকার? তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সমস্ত ভক্তরা৷

হঠাৎ কী হল অদিতি মুন্সীর?
হঠাৎ কী হল অদিতি মুন্সীর?
সদ্যই শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো৷ উৎসবের মরশুমেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন অদিতি মুন্সী৷ এই সময়টাতে শিল্পীদের ব্যস্ততা অনেকটাই বেশি থাকে৷ কারণ পুজোর সময়টাতে বিভিন্ন জায়গায় শো থাকে শিল্পীদের৷ কিন্তু এই সময়েই আগামী সমস্ত শো বাতিল করে দিলেন সঙ্গীতশিল্পী তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী৷
আচমকাই একের পর এক শো বাতিল করে দিলেন অদিতি৷ হঠাৎ কী হল গায়িকার? তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সমস্ত ভক্তরা৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, আমি দুঃখিত, ভেবেছিলাম পারব৷ কিন্তু মনের জোর বাধ সাধলো শরীরে৷ কিছুতেই কথা বলতে পারছি না৷ আসলে আমার গলার অবস্থা একদম ভাল না থাকার জন্য চিকিৎসকের কথা মতো এই মাসের সব অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলাম৷ অনুষ্ঠানের ভেন্যুর নাম দিয়ে অদিতি আরও বলেন, আপনাদের গান শোনাতে না পারার দুঃখ থাকবে৷ কিন্তু আমার বিশ্বাস অবশ্যই আমি আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব৷ একসঙ্গে মেতে উঠব হরিনামে৷
advertisement
advertisement
তিনি আরও বলেন, শারীরিক অসুস্থতার কারণে নভেম্বর মাসের পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলি বাতিল করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানের কর্মকর্তা ও শ্রোতাবন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার স্থির বিশ্বাস আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুব তাড়াতাড়ি আবারও আপনাদের গান শোনাতে ফিরে আসব।
advertisement
বিশিষ্ট কীর্তন গায়িকা অদিতি মুন্সীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে সকলেই দ্রুত সুস্থতার কামনা করেছেন৷ একপ্রকার বাধ্য হয়েই যে সবকটা শো বাতিল করেছেন তিনি, তা পোস্টেই স্পষ্ট হয়েছে৷ আপাতত পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক৷ সেইমতো কথা বলাও বারণ রয়েছে৷ গলা পুরোপুরি বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবেন গায়িকা৷ ডাক্তারের পরামর্শ মেনেই আপাতত রেস্টে থাকছেন তিনি৷ এছাড়া আর কোনও অসুস্থতা নেই৷ খুব শীঘ্রই মঞ্চে ফিরবেন অদিতি মুন্সী৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditi Munshi: পারছেন না কথা বলতে, গলায় প্রচন্ড কষ্ট, বাতিল একাধিক শো! হঠাৎ কী হল অদিতি মুন্সীর?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement