Aditi Munshi: পারছেন না কথা বলতে, গলায় প্রচন্ড কষ্ট, বাতিল একাধিক শো! হঠাৎ কী হল অদিতি মুন্সীর?

Last Updated:

Aditi Munshi: আচমকাই একের পর এক শো বাতিল করে দিলেন অদিতি৷ হঠাৎ কী হল গায়িকার? তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সমস্ত ভক্তরা৷

হঠাৎ কী হল অদিতি মুন্সীর?
হঠাৎ কী হল অদিতি মুন্সীর?
সদ্যই শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো৷ উৎসবের মরশুমেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন অদিতি মুন্সী৷ এই সময়টাতে শিল্পীদের ব্যস্ততা অনেকটাই বেশি থাকে৷ কারণ পুজোর সময়টাতে বিভিন্ন জায়গায় শো থাকে শিল্পীদের৷ কিন্তু এই সময়েই আগামী সমস্ত শো বাতিল করে দিলেন সঙ্গীতশিল্পী তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী৷
আচমকাই একের পর এক শো বাতিল করে দিলেন অদিতি৷ হঠাৎ কী হল গায়িকার? তা জানার জন্য মুখিয়ে রয়েছেন সমস্ত ভক্তরা৷ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি জানিয়েছেন, আমি দুঃখিত, ভেবেছিলাম পারব৷ কিন্তু মনের জোর বাধ সাধলো শরীরে৷ কিছুতেই কথা বলতে পারছি না৷ আসলে আমার গলার অবস্থা একদম ভাল না থাকার জন্য চিকিৎসকের কথা মতো এই মাসের সব অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলাম৷ অনুষ্ঠানের ভেন্যুর নাম দিয়ে অদিতি আরও বলেন, আপনাদের গান শোনাতে না পারার দুঃখ থাকবে৷ কিন্তু আমার বিশ্বাস অবশ্যই আমি আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসব৷ একসঙ্গে মেতে উঠব হরিনামে৷
advertisement
advertisement
তিনি আরও বলেন, শারীরিক অসুস্থতার কারণে নভেম্বর মাসের পূর্বনির্ধারিত অনুষ্ঠানগুলি বাতিল করতে বাধ্য হচ্ছি। অনুষ্ঠানের কর্মকর্তা ও শ্রোতাবন্ধুদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমার স্থির বিশ্বাস আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে খুব তাড়াতাড়ি আবারও আপনাদের গান শোনাতে ফিরে আসব।
advertisement
বিশিষ্ট কীর্তন গায়িকা অদিতি মুন্সীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে সকলেই দ্রুত সুস্থতার কামনা করেছেন৷ একপ্রকার বাধ্য হয়েই যে সবকটা শো বাতিল করেছেন তিনি, তা পোস্টেই স্পষ্ট হয়েছে৷ আপাতত পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক৷ সেইমতো কথা বলাও বারণ রয়েছে৷ গলা পুরোপুরি বিশ্রামে থাকলেই ঠিক হয়ে যাবেন গায়িকা৷ ডাক্তারের পরামর্শ মেনেই আপাতত রেস্টে থাকছেন তিনি৷ এছাড়া আর কোনও অসুস্থতা নেই৷ খুব শীঘ্রই মঞ্চে ফিরবেন অদিতি মুন্সী৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditi Munshi: পারছেন না কথা বলতে, গলায় প্রচন্ড কষ্ট, বাতিল একাধিক শো! হঠাৎ কী হল অদিতি মুন্সীর?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement