একটি সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞাসা করা হয়েছিল জুনিয়র কাপুরের নামকরণ নিয়ে। যেহেতু পরিবারের প্রায় সমস্ত পুরুষ সদস্যের নাম R দিয়ে শুরু হয়, তাই তাঁর শিশুর নামও কি একই অক্ষর দিয়ে শুরু হবে? নাকি তিনি অন্য কোনও নাম ভেবেছেন? এর জন্য রণবীর কটাক্ষ করেন যে তাঁরা অনেক শিশুর নাম নিয়ে চিন্তা করেছেন যা R এবং Rছাড়া নাম। রণবীর আরও যোগ বলেছেন যে আপনি যখন প্রথমবার শিশুটিকে স্পর্শ করবেন এবং যে নামটি সহজাতভাবে আপনার মনে আসবে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বলে যে তিনি আরও বলেন আমরা বেশ কিছু নাম ভেবে রেখেছি, তবে তাঁরা পরে ভেবে দেখবেন সন্তানের ব্যক্তিত্ব কোন নামের জন্য উপযুক্ত।
advertisement
আরও পড়ুন: সামান্থা যদি ব্যাচেলরেট পার্টি করেন তাহলে হোস্ট হতে হবে রণবীর সিংকে
আরও পড়ুন: গর্বিত বাবা! আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন জাতীয় জুনিয়র সাঁতারের রেকর্ড গড়লেন
প্রসঙ্গত দীর্ঘ ৪ বছর পরে রুপোলি পর্দায় দেখা য়াবে রণবীর কাপুরকে। তাঁর শামসেরা সিনেমায় অনবদ্য অভিনয়ে। সেই সিনেমায় সঙ্গে অভিনয়ে রয়েছেন বাণী কাপুর এবং সঞ্জয় দত্তকে। অপর সিনেমা ব্রহ্মাস্ত্রতে অভিনয় করছেন, তাঁর স্ত্রী আলিয়ার সঙ্গেই। এছাড়া অভিনয়ে আরও রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন সহ আরও অনেকে।