TRENDING:

Ranbir Kapoor Alia Bhatt: জুনিয়র কাপুরের নামের শুরুটা কি 'R' দিয়েই? সরাসরি জবাব দিলেন রণবীর-আলিয়া

Last Updated:

Ranbir Kapoor Alia Bhatt: যেহেতু পরিবারের প্রায় সমস্ত পুরুষ সদস্যের নাম R দিয়ে শুরু হয়, তাই তাঁর শিশুর নামও কি একই অক্ষর দিয়ে শুরু হবে? রণবীর কটাক্ষ করেন এরপর...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আলিয়া ভাট রণবীর কাপুরের সন্তান আসছে, সেই খবরটা শুনেই ভক্তরা আনন্দে লাফিয়ে উঠেছেন। তারা কাপুর জুনিয়রকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সবাই শীঘ্রই দেখতে চান জুনিয়র কাপুরকে। বিশেষ করে রণবীর। তিনি তাঁর ছবি শামশেরার প্রচার করছেন এবং প্রায় প্রতিদিনই মিডিয়ার সঙ্গে কথা বলতে হচ্ছে তাঁকে। যমজ সন্তান হওয়ার ইঙ্গিত থেকে তিনি তার সন্তানকে মাসাইমারাতে নিয়ে যেতে চান আনন্দে একাধিক কথা বলেছেন ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শিশুর নাম নিয়ে কথা বলেছেন।
advertisement

একটি সাক্ষাৎকারে রণবীর কাপুরকে জিজ্ঞাসা করা হয়েছিল জুনিয়র কাপুরের নামকরণ নিয়ে। যেহেতু পরিবারের প্রায় সমস্ত পুরুষ সদস্যের নাম R দিয়ে শুরু হয়, তাই তাঁর শিশুর নামও কি একই অক্ষর দিয়ে শুরু হবে? নাকি তিনি অন্য কোনও নাম ভেবেছেন? এর জন্য রণবীর কটাক্ষ করেন যে তাঁরা অনেক শিশুর নাম নিয়ে চিন্তা করেছেন যা R এবং Rছাড়া নাম। রণবীর আরও যোগ বলেছেন যে আপনি যখন প্রথমবার শিশুটিকে স্পর্শ করবেন এবং যে নামটি সহজাতভাবে আপনার মনে আসবে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বলে যে তিনি আরও বলেন আমরা বেশ কিছু নাম ভেবে রেখেছি, তবে তাঁরা পরে ভেবে দেখবেন সন্তানের ব্যক্তিত্ব কোন নামের জন্য উপযুক্ত।

advertisement

আরও পড়ুন: সামান্থা যদি ব্যাচেলরেট পার্টি করেন তাহলে হোস্ট হতে হবে রণবীর সিংকে

আরও পড়ুন: গর্বিত বাবা! আর মাধবনের ছেলে বেদান্ত মাধবন জাতীয় জুনিয়র সাঁতারের রেকর্ড গড়লেন

প্রসঙ্গত দীর্ঘ ৪ বছর পরে রুপোলি পর্দায় দেখা য়াবে রণবীর কাপুরকে। তাঁর শামসেরা সিনেমায় অনবদ্য অভিনয়ে। সেই সিনেমায় সঙ্গে অভিনয়ে রয়েছেন বাণী কাপুর এবং সঞ্জয় দত্তকে। অপর সিনেমা ব্রহ্মাস্ত্রতে অভিনয় করছেন, তাঁর স্ত্রী আলিয়ার সঙ্গেই। এছাড়া অভিনয়ে আরও রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন সহ আরও অনেকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Kapoor Alia Bhatt: জুনিয়র কাপুরের নামের শুরুটা কি 'R' দিয়েই? সরাসরি জবাব দিলেন রণবীর-আলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল