দু:সময়ে চোপড়ার পরিবারের পাশে দাঁড়তে আলিয়া এবং রণবীর পৌঁছে যান আদিত্য চোপড়ার বাড়ি৷ চোপড়া বাসভবনে ঢোকার আগে বাড়ির বাইরে জুতো খুলে রাখেন আলিয়া৷ ঠিক পিছনেই ছিলেন স্বামী রণবীর৷ স্ত্রী জুতো খুলে রাখার পরে নিজের সঙ্গে আলিয়ার জুতোটিকেও বেশ যত্নের সঙ্গে একদিকে সরিয়ে রাখলেন রণবীর৷
advertisement
নিজের হাতে স্ত্রীর জুতো সরিয়ে রাখছেন রণবীর কাপুর৷ এই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। নেটমাধ্যমে এক ভক্ত রণবীরকে ‘সেরা স্বামী’র তকমা দিয়েছেন। কেউ আবার রণবীর-আলিয়াকে ‘ভারতের সেরা দম্পতি’ বলেছেন৷ তবে, স্ত্রী কিংবা প্রেমিকার জুতো হাতে নেওয়ার ঘটনা বলিপাড়ায় নতুন নয়৷ কিছুদিন আগেই হৃত্বিককে দেখা গিয়েছিল প্রেমিকা সাবার জুতো হাতে৷ সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটপাড়ার বাসিন্দাদের ভূয়সী প্রশংসা পেয়েছিলেন প্রেমিক হৃত্বিক৷ এ বারও সেইভাবে রণবীর আর আলিয়ার এই ভিডিওর কমেন্ট বক্স ভালবাসার ইমোজিতে পরিপূর্ণ।
আরও পড়ুন: এসভিএফ এবং জিও স্টুডিওর যুগলবন্দি! এক ঝাঁক তারকা নিয়ে কোন কোন ছবি আসছে? জানুন
কিছুদিন আগেই বিবাহবার্ষিকী পালন করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ জুটি৷ গত বছর এপ্রিলের ১৪ তারিখে নিজেদের বাড়িতে শুধুমাত্র পরিবার পরিজনদের মাঝেই বিয়ে সারেন এই সেলেব দম্পতি৷ এখন মেয়ে রাহাকে নিয়ে দিন কাটছে তাঁদের।