TRENDING:

Ranbir kapoor-Alia Bhat: 'সেরা স্বামী রণবীর!' স্ত্রী আলিয়ার জুতো হাতে নিয়ে নেটিজেনদের মন কাড়লেন কাপুর-সন্তান

Last Updated:

শুক্রবার রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি অর্থাৎ যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার মৃত্যুর পর তাঁর বাসভবনে পৌঁছে যান একঝাঁক বলি-তারকা৷ তার মাঝেই নেটিজেনদের মন কেড়েছে রণবীর-আলিয়ার এই কাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রূপকথার মতো প্রেম, তারপর বিয়ে৷ বলিউডের তারকা জুটিদের ভিড়ে রণবীর-আলিয়া নি:সন্দেহে অন্যতম৷ পর্দাতেই হোক বা বাস্তবে, 'রালিয়া'র ভালবাসা মন জয় করে নেয় ভক্তকুলের৷ শুক্রবার রানি মুখোপাধ্যায়ের শাশুড়ি অর্থাৎ যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার মৃত্যুর পর তাঁর বাসভবনে পৌঁছে যান একঝাঁক বলি-তারকা৷ তার মাঝেই নেটিজেনদের মন কেড়েছে রণবীর-আলিয়ার এই কাজ৷
'সেরা স্বামী রণবীর!' স্ত্রী আলিয়ার জুতো হাতে নিয়ে নেটিজেনদের মন কাড়লেন কাপুর-সন্তান
'সেরা স্বামী রণবীর!' স্ত্রী আলিয়ার জুতো হাতে নিয়ে নেটিজেনদের মন কাড়লেন কাপুর-সন্তান
advertisement

দু:সময়ে চোপড়ার পরিবারের পাশে দাঁড়তে আলিয়া এবং রণবীর পৌঁছে যান আদিত্য চোপড়ার বাড়ি৷ চোপড়া বাসভবনে ঢোকার আগে বাড়ির বাইরে জুতো খুলে রাখেন আলিয়া৷ ঠিক পিছনেই ছিলেন স্বামী রণবীর৷ স্ত্রী জুতো খুলে রাখার পরে নিজের সঙ্গে আলিয়ার জুতোটিকেও বেশ যত্নের সঙ্গে একদিকে সরিয়ে রাখলেন রণবীর৷

advertisement

নিজের হাতে স্ত্রীর জুতো সরিয়ে রাখছেন রণবীর কাপুর৷ এই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। নেটমাধ্যমে এক ভক্ত রণবীরকে ‘সেরা স্বামী’র তকমা দিয়েছেন। কেউ আবার রণবীর-আলিয়াকে ‘ভারতের সেরা দম্পতি’ বলেছেন৷ তবে, স্ত্রী কিংবা প্রেমিকার জুতো হাতে নেওয়ার ঘটনা বলিপাড়ায় নতুন নয়৷ কিছুদিন আগেই হৃত্বিককে দেখা গিয়েছিল প্রেমিকা সাবার জুতো হাতে৷ সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটপাড়ার বাসিন্দাদের ভূয়সী প্রশংসা পেয়েছিলেন প্রেমিক হৃত্বিক৷ এ বারও সেইভাবে রণবীর আর আলিয়ার এই ভিডিওর কমেন্ট বক্স ভালবাসার ইমোজিতে পরিপূর্ণ।

advertisement

আরও পড়ুন: এসভিএফ এবং জিও স্টুডিওর যুগলবন্দি! এক ঝাঁক তারকা নিয়ে কোন কোন ছবি আসছে? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিছুদিন আগেই বিবাহবার্ষিকী পালন করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ জুটি৷ গত বছর এপ্রিলের ১৪ তারিখে নিজেদের বাড়িতে শুধুমাত্র পরিবার পরিজনদের মাঝেই বিয়ে সারেন এই সেলেব দম্পতি৷ এখন মেয়ে রাহাকে নিয়ে দিন কাটছে তাঁদের।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir kapoor-Alia Bhat: 'সেরা স্বামী রণবীর!' স্ত্রী আলিয়ার জুতো হাতে নিয়ে নেটিজেনদের মন কাড়লেন কাপুর-সন্তান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল