TRENDING:

Ranbir Alia Wedding: ১৮ বছরের সম্পর্ক রণবীর আলিয়ার! বিয়ের পরেই সামনে এল মারাত্মক তথ্য...

Last Updated:

Ranbir Alia Wedding: একটি সাক্ষাৎকারে, বনসালি জানিয়েছিলেন যে তিনি আলিয়াকে তাঁর এবং রণবীরের একটি ছবি উপহার দিয়েছিলেন যা ব্ল্যাকের অডিশন দেওয়ার সময় তোলা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া৷ বিয়ের সাজে নবদম্পতির দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না৷ আপাতত রণবীর আর আলিয়া দু'জনেই আছেন দেশের দুই প্রান্তে। ‘রকি অউর রানি’র শ্যুটে আলিয়া রাজস্থানে আর রণবীর কাপুর হিমাচলে ‘অ্যানিমাল’-এর শ্যুটে৷
Ranbir Kapoor and Alia Bhatt's 18 year old picture goes viral.
Ranbir Kapoor and Alia Bhatt's 18 year old picture goes viral.
advertisement

পাঁচ বছর প্রেমের সম্পর্কে লিপ্ত থাকলেও তাঁদের সম্পর্ক কিন্তু আরও আগে থাকে৷ ১৮ বছর আগে তোলা আলিয়া ভাট এবং রণবীর কাপুরের প্রথম ছবি রবিবার ভাইরাল হয়। আলিয়া রণবীরের কাঁধে মাথা রেখেছেন। তাদের বাড়ির এক কোণে রাখা আছে ছবির ফ্রেম। ছবিটি কখন তোলা হয়েছিল তা স্পষ্ট না হলেও এই বছরের শুরুতে সঞ্জয় লীলা বনসালি যে ছবির বর্ণনা দিয়েছিলেন তার সঙ্গে এটি মিলে যায়। একটি সাক্ষাৎকারে, বনসালি জানিয়েছিলেন যে তিনি আলিয়াকে তাঁর এবং রণবীরের একটি ছবি উপহার দিয়েছিলেন যা ব্ল্যাকের অডিশন দেওয়ার সময় তোলা হয়েছিল।

advertisement

আরও পড়ুন : ১ ডজন পাউরুটির লোফে সবসময়ই ১২ টার বেশি স্লাইস থাকে!এই অদ্ভুত রীতির কারণ কী?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ছবি দেখে অনুরাগীরা নিজেদের সামলে রাখতে পারছেন না৷ এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আরও একটি ছবি৷ ছবিতে দেখা যাচ্ছে রণবীর আলিয়াকে কাছছাড়া করতে চাইছেন না৷  ছবিটি অন্য কেউই শেয়ার করেননি৷ করেছেন আলিয়ার মা সোনি রাজদানের বোন- টিনা রাজদান৷ আলিয়া একটি উজ্জ্বল কমলা রঙের সালোয়ার কামিজ বেছে নিয়েছেন, আর রণবীর একটি বেইজ কুর্তা পরেছেন। ছবিতে রয়েছেন মহেশ ভাট, শাহীন ভাট, সোনি রাজদান, টিনা রাজদান, নীতু কাপুর, ঋদ্ধিমা কাপুর সাহনি এবং তার মেয়ে সামাইরা। রয়েছেন রিমা জৈন এবং নিতাশা নন্দাও রয়েছেন৷ 

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranbir Alia Wedding: ১৮ বছরের সম্পর্ক রণবীর আলিয়ার! বিয়ের পরেই সামনে এল মারাত্মক তথ্য...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল