মুম্বইয়ে তৈরি হচ্ছে রণবীর-আলিয়া নতুন আস্তানা। একটু একটু করে উঠছে তাঁদের স্বপ্নের বাড়ি। ব্যস্ত রুটিন থেকে সামান্য ফাঁক পেলেই তা চাক্ষুষ করতে ছুটে যাচ্ছেন বলিউডের তারকা-দম্পতি। সম্প্রতি সেই নতুন বাড়িতে ফের দেখা গেল তাঁদের। কত দূর কাজ এগলো, তাঁদের মনের মতো করে সবটা হচ্ছে কি না- এ সবই মন দিয়ে দেখে নিচ্ছেন দু'জন।
advertisement
আরও পড়ুন: বছর শেষে কাঁধখোলা কালো ওয়েস্টার্ন পোশাক, পায়ে বুট, নেটমাধ্যমে ঝড় তুললেন নুসরত
আরও পড়ুন: বড়দিনের বড় ধামাকা! বাবা-ছেলের যুগলবন্দির ভিডিও শেয়ার করলেন প্রসেনজিৎ, সঙ্গে ইনি কে?
রণবীর পরেছিলেন সাদা রঙের টি শার্ট এবং ধূসর ট্রাউজার্স। আলিয়াকে দেখা গেল কালো রঙের টি শার্ট এবং ট্রাউজারে। তারকাসুলভ নয়, বরং সাদামাঠে সাজে ধরা দিলেন বলিউডের দুই তারকা। আর পাঁচজনের মতোই ঘুরে ঘুরে কাজ দেখলেন তাঁরা। ভবিষ্যতের আস্তানার ছবিও তুলতে দেখা গেল রণবীরকে।
আপাতত রণবীর-আলিয়ার ঠিকানা পালি হিলের 'বাস্তু'। আগামীতে বান্দ্রার এই বাড়িতেই কন্যা রাহাকে নিয়ে থাকবেন তাঁরা।