বছর শেষে কাঁধখোলা কালো ওয়েস্টার্ন পোশাক, পায়ে বুট, নেটমাধ্যমে ঝড় তুললেন নুসরত

Last Updated:

কালো হট প্যান্ট, ওভারকোট আর মানানসই বুট- অভিনেত্রীর থেকে চোখ ফেরানো দায়। বরাবরের মতোই ক্যামেরার সামনে সাবলীল তিনি।

#কলকাতা: আর মাত্র কয়েকটা দিন। দরজায় কড়া নাড়ছে ২০২৩। নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায় নুসরত জাহান। সে কথাই অনুরাগীদের আরও একবার মনে করিয়ে দিলেন তিনি।
কালো হট প্যান্ট, ওভারকোট আর মানানসই বুট- অভিনেত্রীর থেকে চোখ ফেরানো দায়। বরাবরের মতোই ক্যামেরার সামনে সাবলীল তিনি। খোলা চুল, চোখে চশমা, আত্মবিশ্বাস নিয়ে নিজের পথে এগিয়ে গেলেন টলিউডের বিতর্কিত অভিনেত্রী। আর সেই মুহূর্তকেই লেন্সবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। লিখেছেন, 'আর কয়েক পা এগলেই ২০২৩।'
advertisement
advertisement
নুসরতকে চাক্ষুষ করে মুগ্ধ তাঁর অনুরাগীরা। অনেকেই তাঁকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
ব্যস্ত রুটিন থেকে ফাঁক পেয়ে বড়দিনের উদযাপনেও মেতে উঠেছিলেন সাংসদ-অভিনেত্রী। সবুজ রঙের হাইনেকে ক্রিসমাস ট্রি-র সঙ্গে লেন্সবন্দি হয়েছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বছর শেষে কাঁধখোলা কালো ওয়েস্টার্ন পোশাক, পায়ে বুট, নেটমাধ্যমে ঝড় তুললেন নুসরত
Next Article
advertisement
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা...', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তীব্র কটাক্ষ মমতার
'যেন মনে হচ্ছে শ্যামদা, হরিদা', বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা', মোদিকে তোপ মমতার
  • সংসদে 'বন্দে মাতরম' বিতর্কে প্রধানমন্ত্রী মোদি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে 'বঙ্কিমদা' বলে সম্বোধন করেন. তৃণমূল কংগ্রেস এর প্রতিবাদ জানায়. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে কটাক্ষ করে বলেন, "বঙ্কিমচন্দ্রকে যথাযথ সম্মান দেননি."

VIEW MORE
advertisement
advertisement