সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে এই গানের সমালোচনায়। অনেকে এই গানটির সঙ্গে মোট তিনটি গানের মিল পেয়েছেন। প্রীতমের বিরুদ্ধে 'সুর চুরি'র অভিযোগ এসেছে।
advertisement
প্রথম গানটি খোদ প্রীতমেরই। 'যব হ্যারি মেট সজল' ছবির 'হাওয়ায়েঁ'। গেয়েছিলেন অরিজিৎই।
আরও পড়ুন: সামান্থা যদি ব্যাচেলরেট পার্টি করেন তাহলে হোস্ট হতে হবে রণবীর সিংকে
'কেসরিয়া তেরা ইশক হ্যায় পিয়া রং যাউ যো ম্যায় হাত লাগাউ।' গানের মূল অংশের সঙ্গে কেউ কেউ মিল পেয়েছেন রাজস্থানী এক লোকগানের সঙ্গে। নাম, 'চরকা'। গেয়েছেন লখিন্দর ওয়াডালি এবং পূরণ ওয়াডালি।
তিন নম্বর গানটি হল, 'এক চল্লিশ কি লাস্ট লোকাল' ছবির গান 'লারি ছুটে'। গানটি তৈরি করেছিলেন পাকিস্তানি রক ব্যান্ড 'কল'। ২০০৭ সালে এই গান রাতারাতি জনপ্রিয় হয়েছিল।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নিয়ে চর্চা শুরু হয়েছে। কেবল চর্চা নয়, গানগুলির ক্লিপ ব্যবহার করে, বা কেবল অডিও ব্যবহার করে 'কেসরিয়া'র সঙ্গে সুরে সুরে মেলানো হচ্ছে।
আরও পড়ুন: জুনিয়র কাপুরের নামের শুরুটা কি 'R' দিয়েই? সরাসরি জবাব দিলেন রণবীর-আলিয়া
যদিও প্রীতমকে বাঁচাতেও আসছেন অনেক ভক্ত। তাঁদের মতো গান এক রকম লাগার কারণ রাগ এক। এ সব ক্ষেত্রে সুর মিলতেই পারে।