TRENDING:

শাহরুখ ও সঞ্জয় দত্তের সঙ্গে আইটেম নাম্বারে তুমুল হিট 'বাহুবলী'র মা শিবগামী দেবী !

Last Updated:

'খল নায়ক' ছবির বিখ্যাত গান 'নায়ক নেহি খল নায়ক হ্যায় তু' গানে দেখা গিয়েছিল তাঁকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: 'বাহুবলী' ! দক্ষিণের এই ছবি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ১০ জুলাই। এই ছবি তৈরি করতে খরচ হয় ১৮০ কোটি টাকা। আর ছবি মুক্তি পাওয়ার পর ঘরে এসেছিল ৬৫০ কোটি টাকা। তুমুল জনপ্রিয় হয় এই ছবি। এর পর 'বাহুবলী'র আর একটি পার্টও মুক্তি পায়। দু'টি ছবিই সমান জনপ্রিয়তা পায়। 'বাহুবলী'র চরিত্রে অভিনয় করেছিলেন সাউথের জনপ্রিয় অভিনেতা প্রভাস। আর তাঁর মায়ের চরিত্রে অর্থাৎ শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন রম্যা কৃষ্ণন। আজ তাঁর জন্মদিন। ৫০ বছরে পা দিলেন অভিনেত্রী।
advertisement

১৯৭০ সালে জন্ম গ্রহণ করেন তিনি। ১৯৮৪ সালে মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ে আসেন তিনি। ১৯৮৬ সালে তেলেগু ছবিতে তাঁকে প্রথম দেখা যায়। মূলত তেলেগু ও তামিল ছবিতেই অভিনয় করতেন তিনি। তবে বলিউডের ছবিতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। বেশ কয়েকবার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের সেরার শিরোপা পেয়েছেন তিনি। তবে শিবগামী দেবীর চরিত্রে অভিনয় এক আলাদা মাত্রা এনে দিয়েছিল তাঁর জীবনকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

তবে বেশ কিছু বলিউড ছবিতে আইটেম সংয়ে ডান্স করেছেন তিনি। সঞ্জয় দত্ত ও মাধুরী দিক্ষীত অভিনীত ছবি 'খল নায়ক' ছবির বিখ্যাত গান 'নায়ক নেহি খল নায়ক হ্যায় তু' গানে দেখা গিয়েছিল তাঁকে। শুধু এই গানই নয় গোবিন্দার সঙ্গে 'বানারসি বাবু'-তেও তাঁকে অভিনয় করতে দেখা যায়। এছাড়া শাহরুখ খান ও পূজা ভাট অভিনীত ছবি 'চাহাত' ছবিতেও আইটেম ডান্স করতে দেখা যায় তাঁকে। তবে এক ডাকে এখন তাঁকে সবাই চেনে 'বাহুবলী'র মা হিসেবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখ ও সঞ্জয় দত্তের সঙ্গে আইটেম নাম্বারে তুমুল হিট 'বাহুবলী'র মা শিবগামী দেবী !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল