TRENDING:

Binodiini Ekti Natir Upakhyan: 'নটী বিনোদিনী', রামকমলের ছবিতে রুক্মিণীর মৌন প্রেমিক রাহুল, আছেন কৌশিক এবং মীরও

Last Updated:

Binodiini Ekti Natir Upakhyan: এই ছবিতে নতুন সংযোজন রাহুল বোস, কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর আফসার আলি এবং ওম সাহানি। প্রেম দিবসেই শুরু হবে এই ছবির শ্যুটিং। শুভ মহরতের ছবিও চলে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। মুম্বইয়ের বাঙালি পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের আগামী এই ছবির প্রথম লুক প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল চারদিকে। চৈতন্য অবতারে দেখা দিয়েছিলেন রুক্মিণী মৈত্র। রামকমলের প্রথম বাংলা ছবি নাট্যমঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে নিয়েই। বিনোদিনী মঞ্চে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেই চরিত্রেই প্রকাশ পেয়েছিল ছবির মুখ্য অভিনেত্রীর প্রথম লুক। এই চেহারায় রুক্মিণীকে চেনা দায়! হতভম্ব হয়েছিল নেটিজেনরাও!
নটী বিনোদিনী
নটী বিনোদিনী
advertisement

কিন্তু কয়েকটি প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিলেন দর্শকরা। বিনোদিনী দাসী হিসেবে রুক্মিণীকে দেখা গেলে গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে কে অভিনয় করবেন? মৌন প্রেমিক রাঙাবাবুই বা কে? অমৃতলাল, রামকৃষ্ণ, কুমার বাহাদুরের ভূমিকাও যে গুরুত্বপূর্ণ। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ছবি। তবে কি গিরিশের চরিত্রে অভিনয় করবেন দেব?

প্রেম দিবসের আগেই সে সব প্রশ্নের উত্তর দিলেন নির্মাতারা। এই ছবিতে নতুন সংযোজন রাহুল বোস, কৌশিক গঙ্গোপাধ্যায়, মীর আফসার আলি এবং ওম সাহানি। প্রেম দিবসেই শুরু হবে এই ছবির শ্যুটিং। শুভ মহরতের ছবিও চলে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বাংলা ও মুম্বই ইন্ডাস্ট্রির মহামিলনে তৈরি হবে ১৯ শতকের কিংবদন্তি শিল্পীর জীবনীচিত্র।

advertisement

গিরিশ ঘোষের চরিত্রে দেখা যাবে কৌশিককে। অভিনতো-পরিচালকের কথায়, ‘‘রামকমলের মুখে গল্পটা শুনে আমি অবাক। সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে গল্প বলা হয়েছে। আমরা গিরিশকে বিনোদিনীর চোখ দিয়ে দেখব। যা এখনও পর্যন্ত যে কোনও ছবিতে দেখানো হয়নি।’’

ছবির পর্দায় কোনও ভূমিকায় না দেখা গেলেও ক্যামেরার পিছনে মস্ত এক ভূমিকায় রয়েছেন দেব। তাঁর কথায়, ‘‘রঙ্গমঞ্চের ১৫০ বছর পূর্তিতে বিনোদিনী দাসীর প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টায় এই উদ্যোগ আমাদের। রামকমল যেদিন এই ছবির পরিকল্পনার কথা জানায়, সেদিনই আমার মনে হয়েছে, এই গল্পটি সঠিক দৃষ্টিভঙ্গিতে সকলকে বলা উচিত।’’

advertisement

রুক্মিণী জানিয়েছেন, গত এক বছর ধরে এই চরিত্র নিয়ে গবেষণা করছেন তিনি। আর বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করবেন বলে টলিউড এমনকি বলিউডের বিভিন্ন প্রস্তাব খারিজ করেছেন তিনি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর কাছে প্রশিক্ষণ চলছে তাঁর। পণ্ডিত বিরজু মহারাজের শিষ্য সৌভিকের কাছে কত্থক নৃত্যের প্রশিক্ষণও নিচ্ছেন রুক্মিণী।

আরও পড়ুন: 'নটী বিনোদিনী' রূপে রুক্মিণী, রামকমলের প্রথম বাংলা ছবির প্রথম লুক প্রকাশ্যে

advertisement

বিনোদিনী দাসীর মৌন প্রেমিক রাঙাবাবুর চরিত্রে রাহুল। তিনি বললেন, "আজকাল মৌন প্রেমিকের দেখা যায় না। পৃথিবী তো হিংসায় ভরে উঠেছে, সেখানে রাঙাবাবুর মতো মানুষ নীরব থেকে বিনোদিনীর পাশে দাঁড়িয়েছে। ভালবেসে।" মুম্বইয়ের বাঙালি অভিনেতা দেব এবং রামকমলের প্রশংসায় পঞ্চমুখ।

আরও পড়ুন: স্কুলের বন্ধুকে বিয়ে! অনেকেই জানেন না, শ্রেয়া ঘোষালের স্বামী শিলাদিত্য সম্পর্কে

দেব এবং প্রমোদ ফিল্মস প্রযোজিত এই ছবিতে মীরকে দেখা যাবে গুরমুখ রাইয়ের ভূমিকায়। বিনোদিনীর মঞ্চের স্বপ্নকে সত্যি করবেন ইনিই। মীরের কথায়, "রামকমলের মুখ গল্প শোনার পর লজ্জা পেয়েছিলাম। এত ভাল ভাবে জানতাম না বিনোদিনীর জীবনকাহিনি। বাংলার রঙ্গমঞ্চকে তিনি এত কিছু দিয়েছেন, এবার আমাদের উচিত তাঁর গল্প বলা। বিনোদিনীর প্রেমিক হিসেবে অভিনয় করছেন ওম সাহানি। কুমার বাহাদুরের চরিত্র পেয়ে অত্যন্ত উৎফুল্ল টলি নায়ক। দেব নিজে ফোন করে তাঁকে এই চরিত্র অফার করেছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Binodiini Ekti Natir Upakhyan: 'নটী বিনোদিনী', রামকমলের ছবিতে রুক্মিণীর মৌন প্রেমিক রাহুল, আছেন কৌশিক এবং মীরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল