'নটী বিনোদিনী' রূপে রুক্মিণী, রামকমলের প্রথম বাংলা ছবির প্রথম লুক প্রকাশ্যে

Last Updated:

বিনোদিনী মঞ্চে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেই চরিত্রেই প্রকাশ পেল ছবির মুখ্য অভিনেত্রীর প্রথম লুক। এই চেহারায় রুকমিণীকে চেনা দায়! হতভম্ব নেটিজেনরাও!

#কলকাতা: 'বিনোদিনী: একটি নটীর উপাখ্যান'। রামকমল মুখোপাধ্যায়ের পরিচালনায় রুক্মিণী মৈত্র এলেন নটী বিনোদিনী হয়ে। আর সোমবার প্রকাশ্যে এল ছবির প্রথম লুক। টলি নায়িকা চৈতন্য অবতারে! ছবি পোস্ট করলেন দেব ও রুক্মিণী।
শনিবার বিকেলেই দেব জানিয়েছিলেন, সুখবর আসছে। সোমবার সকাল সকাল সেই আনন্দের খবর এল সোশ্যাল মিডিয়ায়। ১৪৮ বছর আগের বহু চর্চিত এক চরিত্রকে তুলে আনা হবে সেলুলয়েডে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'আনন্দমঠ' উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে প্যান ইন্ডিয়ার ছবি '১৭৭০ এক সংগ্রাম'। সেই ছবিরই প্রযোজকেরা এই ছবির প্রযোজনার দায়িত্বে।
advertisement
advertisement
অ্যাসর্টেড মোশন পিকচার্স-এর সঙ্গে যৌথ প্রযোজনায় দেবের প্রযোজনায় রামকমল এই ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন ২০১৯ সালে। কিন্তু অতিমারির জেরে সব পরিকল্পনা বাতিল হয়ে যায়। এত বড় বাজেট, বড় সেটের পিরিয়ড ড্রামা! সব কিছুতেই তালা পড়ে যায়। কিন্তু আবার সেই কাজে হাত দিলেন রামকমল। তাঁর প্রথম বাংলা ছবি নাট্যমঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে নিয়েই।
advertisement
advertisement
বিনোদিনী মঞ্চে চৈতন্যের ভূমিকায় অভিনয় করেছিলেন। আর সেই চরিত্রেই প্রকাশ পেল ছবির মুখ্য অভিনেত্রীর প্রথম লুক। এই চেহারায় রুক্মিণীকে চেনা দায়! হতভম্ব নেটিজেনরাও!
নায়িকা টিজার পোস্টার শেয়ার করে লিখেছেন, 'এই ছবিটা আমার কাছে আর পাঁচটি ছবি নয়। বরং 'ভারতীয় মঞ্চের রানি'র প্রতি শ্রদ্ধাঞ্জলী।' যিনি পথ দেখিয়েছেন বহু প্রজন্মের শিল্পীদের। পুরুষতান্ত্রিক সমাজে এক মহিলার যাত্রা। এক না-বলা গল্প। আপনাদের সকলের শুভেচ্ছা ও ভালবাসার প্রয়োজন।'
advertisement
বিনোদিনীর দাসীর জীবন কাহিনিতে গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল, রামকৃষ্ণ, কুমার বাহাদুর, রঙ্গবাবুদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই নাট্যব্যক্তিত্বের ১২ বছরের জীবনের গল্প তুলে আনা হলে সেই সব চরিত্রও অবশ্যই থাকবে ছবিতে। কিন্তু সেই সব চরিত্রে কারা অভিনয় করছেন, সে কথা এখনও খোলসা করেননি নির্মাতারা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'নটী বিনোদিনী' রূপে রুক্মিণী, রামকমলের প্রথম বাংলা ছবির প্রথম লুক প্রকাশ্যে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement