Happy Birthday Pankaj Tripathi: স্ত্রীর সঙ্গে অটুট সম্পর্ক, বলিউডে পা রাখতে স্ত্রী মৃদুলার সাহায্য কোনও দিনই ভুলতে পারবেন না পঙ্কজ
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রতিদিনই তিনি সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে দারুণ সব ছবি শেয়ার করেন।
বিহার, ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রখেছে পঙ্কজ ত্রিপাঠি৷ আজ ৫ সেপ্টেম্বর তাঁর জন্মদিন৷ ৪৭-এ পা রাখলেন তিনি৷ বলিউডের প্রবীণ এবং শক্তিশালী অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে তাঁকে৷ তিনি অনেক পরিশ্রম করেছেন এই জায়গায় পৌঁছাতে। তার জীবনে এমন একটি সময় এসেছে যখন তিনি খুব কমই অর্থ দেখতে পেতেন। আসুন আজ পঙ্কজ ত্রিপাঠির জন্মদিনে কিছু বিশেষ এবং মজার জিনিস জেনে নেওয়া যাক...
advertisement
এখন পঙ্কজ ত্রিপাঠি বলিউডের সেরা অভিনেতাদের তালিকায় পড়েন৷ তাঁর অভিনয় এতটাই সাবলীল যে সকলের পছন্দ করেন। বলিউডে একাধিক ছবি উপহার দিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী। প্রতিটি ছবিতেই নিজের বলিষ্ঠ অভিনয়ে ছবিটিকে আরও ভাল করে তুলেছেন তিনি। 'গ্যাংস অফ ওয়াসেপুর', 'মাসান', 'দ্য তাসখন্দ ফাইলস' 'দাবাং ২', 'সিংহাম রিটার্নস', 'ফুকরে', 'বরেলি কি বরফি', 'নিউটন', 'স্ত্রী' ছবিতে অভিনয় করেছেন তিনি। , 'লুডো',', 'মিমি', 'গুঞ্জন সাক্সেনা', 'শেরদিল: দ্য পিলিভীত সাগা', এবং 'বচ্চন পান্ডে'-তে তিনি অনবদ্য৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement