১২ মার্চ ১৯৮৪ সালে জন্ম শ্রেয়ার। বহরমপুরে একটি বাঙালি পরিবারে তাঁর জন্ম। তবে তিনি রাজস্থানের কোটার কাছে একটি ছোট শহর রাওয়াতভাটায় বেড়ে ওঠেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শ্রেয়ার বয়স যখন মাত্র ৪ বছর, তখন তিনি হারমোনিয়াম বাজাতে শুরু করেছিলেন। পরে তিনি কোটার মহেশ চন্দ্র শর্মার কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন।
শ্রেয়া ও শিলাদিত্য় বিয়ের আগে প্রায় ১০ বছর পরস্পরকে ডেট করেছেন। জানা যায়, এক বন্ধুর বিয়েতে গিয়ে শ্রেয়াকে প্রোপোজ করেছিলেন শিলাদিত্য। তাঁর প্রোপোজ করার স্টাইল ছিল অনন্য। এই বিয়ের অনুষ্ঠানে শিলাদিত্য শ্রেয়াকে বলেন, ওই দেখো কাঠবিড়ালি। শ্রেয়া কাঠবিড়ালি খুঁজতে থাকেন। তখনই শিলাদিত্য আংটি বের করে শ্রেয়ার আঙুলে পরিয়ে দেন।