শুধু পরিচয়ই প্রকাশ্যে আনেননি ঋতেশ। সবাই অবাক কারণ রাখির সঙ্গেই বিগবস ১৫-তে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁদের সঙ্গেই ওয়াইল্ড কার্ড প্রতিযোদী হিসেবে এসেছেন রশমি দেসাই ও দেবলীনা ভট্টাচার্য। ২০১৯-এ থেকে সোশ্যাল মিডিয়ায় রাখির বিয়ের খবর চলে আসছে। কিন্তু কখনওই জানা যায়নি কাকে বিয়ে (Rakhi Sawant's husband) করেছেন তিনি। সেই রহস্যই একপ্রকার সমাধান হল বিগবসের ঘরে। এই শো-তেই (Bigg Boss 15) ঋতেশ জানান রাখির সঙ্গে তাঁর প্রথম কী ভাবে আলাপ হয়েছিল।
advertisement
আরও পড়ুন- মেহেন্দি, সঙ্গীত, বিয়ে, রিসেপশন! কোনদিন কী পোশাক পরছেন ক্যাটরিনা ও ভিকি
আরও পড়ুন- রোজ নিয়মিত যোগব্যায়াম! করিনার নির্মেদ চেহারার রহস্য প্রকাশ্যে
ঋতেশ জানান, হোয়াটসঅ্যাপ চ্যাটে প্রথম দুজনের কথা হয়েছিল। তার পরেই ধীরে ধীরে দুজনে আলাপ বাড়ে ও তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। রাখি জানান, তিনি সেই সময়ে খুব দুঃখে ছিলেন তাঁর প্রাক্তন প্রেমিক প্রতারণা করায়। তাই তখনই তিনি বিয়ে করতে চাইছিলেন। আর সেই সময়েই ঋতেশের সঙ্গে আলাপ। আর তাই বিয়ে (Rakhi Sawant's husband) করতে বেশি দেরি করেননি দুজনে। কিন্তু বিয়ে করলেও বহুদিন ঋতেশ তাঁর পরিচয় গোপন রেখেছিলেন। একটি ছবিও শেয়ার করেননি তাঁরা। রাখি জানিয়েছিলেন, তাঁর স্বামী একজন ব্যবসায়ী এবং ইংল্যান্ডে বাস করেন। কিন্তু সেই সময়ে তাঁর কথা অনেকেই বিশ্বাস করতে চাননি।
এমনকি বিগবস ১৪-তেও এই নিয়ে আলোচনা হয়েছিল। অন্যান্য প্রতিযোগীরা দাবি করেছিলেন, বিগবসে জেতার জন্য আর লাইমলাইটে থাকার জন্য বিয়ের গুজব ছড়াচ্ছেন তিনি। যদিও কৌতুকশিল্পী ভারতী সিং জানিয়েছিলেন, রাখি সত্যিই ঋতেশকে বিয়ে করেছেন। অবশেষে সেসব জল্পনা বিগবসের ঘরে মেটালেন রাখি সাওয়ান্ত।