প্রেমিকের থেকে বয়সে ৬ বছরের বড় রাখি। মালাইকা অরোরা-অর্জুন কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাসের উদাহরণ তুলে নিজের প্রেম জীবন নিয়ে আলোচনা করেছেন রাখি। চলতি মাসের শুরুতেই নতুন প্রেমিক আদিল খান দুরানির সঙ্গে সকলের পরিচয় করিয়েছেন রাখি। তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তাঁর নতুন প্রেমিকের সঙ্গে বিগ বসের পরবর্তী সিজনে প্রবেশের পরিকল্পনার কথা প্রকাশ করেছেন। ভিডিওতে আদিলকেও দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: ঋতুস্রাবের আগে অন্তর্বাসে ফোঁটা ফোঁটা রক্তের সমস্যাকে স্পটিং বলে, কেন এমন হয় জানেন?
এক বান্ধবী, নাম শাইলির মারফত আদিলের সঙ্গে পরিচয় হয় রাখির। বিভিন্ন শো-তে শাইলির পার্টনার আদিল। মাইসোরের বাসিন্দা আদিল আসলে একজন ব্যবসায়ী। রাখি জানিয়েছেন, তাঁরা দু'জন প্রেম করছেন। তবে আদিলের বাড়ি থেকে রাখিকে নিয়ে খুব একটা খুশি না বলে মন্তব্য রাখির। তবে আদিলের জন্য নিজেকে পরিবর্তন করতেও রাজি তিনি।
আরও পড়ুন: উচ্চ রক্তচাপ ও ওজন কমাতে খেতে পারেন এলাচ জল, রইল রেসিপি
রাখি বলেছেন, 'আমি সিনেমা এবং টিভি ইন্ডাস্ট্রিতে খুব গ্ল্যামারাস ব্যক্তি, আদিলের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে। ওর বাড়িতে ঝামেলাও হয়ে গিয়েছে এই নিয়ে। আমার সাজগোজ ওর পরিবারের অপছন্দ। তবে প্রয়োজনে আমি নিজেকে বদলাতে রাজি আছি। যদিও ওর দিক থেকে কেউ আমাকে পরিবর্তন করতে বাধ্য করেনি। চারদিক থেকে সমস্যায় জর্জরিত ও। চাপে আছি। অনেক কষ্টে ভালোবাসা পেয়েছি। আশা করি ওর পরিবারও একদিন মেনে নেবে।'