Health Tips: উচ্চ রক্তচাপ ও ওজন কমাতে খেতে পারেন এলাচ জল, রইল রেসিপি

Last Updated:
রোজ এলাচ-জল খেলে কী হয়? শরীরের কোন কোন উপকার হয় এর ফলে? রইল তালিকা। (Health Tips)
1/7
মুখশুদ্ধি থেকে রান্নার স্বাদ বাড়ানো। একটা ছোট্ট এলাচে রান্নার এমন বদল হতে পারে তা ভাবাও যায় না। তবে শুধু খাবারেই নয়, শরীরেরও নানা উপকারে লাগে এলাচ। ওজন কমানো থেকে রোগ প্রতিরোধ শক্তি বাড়ানো বহু উপকার করে এলাচ। রান্নার বাইরে এলাচের গুণ আরও বেশি মাত্রায় পাওয়া সম্ভব। (Health Tips)
মুখশুদ্ধি থেকে রান্নার স্বাদ বাড়ানো। একটা ছোট্ট এলাচে রান্নার এমন বদল হতে পারে তা ভাবাও যায় না। তবে শুধু খাবারেই নয়, শরীরেরও নানা উপকারে লাগে এলাচ। ওজন কমানো থেকে রোগ প্রতিরোধ শক্তি বাড়ানো বহু উপকার করে এলাচ। রান্নার বাইরে এলাচের গুণ আরও বেশি মাত্রায় পাওয়া সম্ভব। (Health Tips)
advertisement
2/7
রোজ সকালে খালি পেটে এলাচ ভিজিয়ে জল খান। অনেক উপকার হবে তাতে। রোজ এলাচ-জল খেলে কী হয়? শরীরের কোন কোন উপকার হয় এর ফলে? রইল তালিকা।
রোজ সকালে খালি পেটে এলাচ ভিজিয়ে জল খান। অনেক উপকার হবে তাতে। রোজ এলাচ-জল খেলে কী হয়? শরীরের কোন কোন উপকার হয় এর ফলে? রইল তালিকা।
advertisement
3/7
রোজ সকালে এলাচ ভিজিয়ে জল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাঁরা রোজ এই জল খেলে উপকার পেতে পারেন।
রোজ সকালে এলাচ ভিজিয়ে জল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাঁরা রোজ এই জল খেলে উপকার পেতে পারেন।
advertisement
4/7
রক্ত জমাট বাঁধার সমস্যাও কিছুটা কমাতে পারে এলাচ জল। রক্ত সঞ্চালনের গতিও বাড়িয়ে দেয় ঘরোয়া এই উপাদানটি।
রক্ত জমাট বাঁধার সমস্যাও কিছুটা কমাতে পারে এলাচ জল। রক্ত সঞ্চালনের গতিও বাড়িয়ে দেয় ঘরোয়া এই উপাদানটি।
advertisement
5/7
শরীর থেকে দূষিত পদার্থ দূর করে এই জল। ফলে ওজন কমে। তার চেয়েও বেশি মাত্রায় উপকার হয় ত্বকের। যাঁদের ত্বকে তুলনায় তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যাচ্ছে, তাঁরা নিয়মিত সকালে খালি পেটে এই জল খেলে ত্বক টানটান হয়, বলিরেখা কমে।
শরীর থেকে দূষিত পদার্থ দূর করে এই জল। ফলে ওজন কমে। তার চেয়েও বেশি মাত্রায় উপকার হয় ত্বকের। যাঁদের ত্বকে তুলনায় তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যাচ্ছে, তাঁরা নিয়মিত সকালে খালি পেটে এই জল খেলে ত্বক টানটান হয়, বলিরেখা কমে।
advertisement
6/7
দাঁতের গোড়ার নানা ধরনের সংক্রমণও কমে এই জল খেলে।
দাঁতের গোড়ার নানা ধরনের সংক্রমণও কমে এই জল খেলে।
advertisement
7/7
কী ভাবে বানাবেন এলাচ জল? রোজ রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস জলে সাত-আটটি এলাচ দানা ভিজিয়ে দিন। সকালে উঠে জলটি ছেঁকে নিন। তার পরে খালি পেটে সেই জল খেয়ে ফেলুন। এলাচগুলিও রান্নায় ব্যবহার করতে পারেন। তাতে অসুবিধা নেই।
কী ভাবে বানাবেন এলাচ জল? রোজ রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস জলে সাত-আটটি এলাচ দানা ভিজিয়ে দিন। সকালে উঠে জলটি ছেঁকে নিন। তার পরে খালি পেটে সেই জল খেয়ে ফেলুন। এলাচগুলিও রান্নায় ব্যবহার করতে পারেন। তাতে অসুবিধা নেই।
advertisement
advertisement
advertisement