Health Tips: ঋতুস্রাবের আগে অন্তর্বাসে ফোঁটা ফোঁটা রক্তের সমস্যাকে স্পটিং বলে, কেন এমন হয় জানেন?

Last Updated:
কেন এমন হতে পারে, জানুন অবশ্যই। (Health Tips)
1/7
এই সমস্যা বহু মেয়েরই হয়ে থাকে। কিন্তু অনেকেই এটিকে খুব একটা গুরুত্ব দেন না। ঋতুস্রাবের এখনও বেশ কিছু দিন বাকি। অথচ বাথরুমে গিয়ে দেখলেন সামান্য রক্ত লেগে রয়েছে অন্তর্বাসে। তারপর বাকি দিনটায় আর এমন কিছু হল না। ফের পরদিন একই কাণ্ড। দিনে খুব অল্প সময়ের জন্য কয়েক ফোঁটা রক্ত। বাকি সময়টা আর কোনও রকম ব্লিডিং নেই। এই সমস্যার নাম স্পটিং। কেন এমন হতে পারে, জানুন অবশ্যই। (Health Tips)
এই সমস্যা বহু মেয়েরই হয়ে থাকে। কিন্তু অনেকেই এটিকে খুব একটা গুরুত্ব দেন না। ঋতুস্রাবের এখনও বেশ কিছু দিন বাকি। অথচ বাথরুমে গিয়ে দেখলেন সামান্য রক্ত লেগে রয়েছে অন্তর্বাসে। তারপর বাকি দিনটায় আর এমন কিছু হল না। ফের পরদিন একই কাণ্ড। দিনে খুব অল্প সময়ের জন্য কয়েক ফোঁটা রক্ত। বাকি সময়টা আর কোনও রকম ব্লিডিং নেই। এই সমস্যার নাম স্পটিং। কেন এমন হতে পারে, জানুন অবশ্যই। (Health Tips)
advertisement
2/7
স্পটিংয়ের কারণ একাধিক বা একও হতে পারে। গর্ভনিরোধক ওষুধ হতেই পারে এই সমস্যার সূত্রপাত। প্রথম কোনও রকম হরমোনের ওষুধ খাওয়া শুরু করলে এই সমস্যা দেখা দিতে পারে। কিংবা হঠাৎ ওষুধ পাল্টালে বা ঠিক মতো রোজ ওষুধ না খেলেও স্পটিং হতে পারে। এছাড়াও অনেকে মেয়েরই ডিম্বস্ফোটন বা ওভিউলেশনের সময়ে অল্প স্পটিং হতে পারে। রক্তের রঙের চেয়ে একটু ফিকে হয় এর রং। ঋতুস্রাবের প্রথম দিনের ১১ দিন থেকে ২১ দিনের মধ্যে যে কোনও সময় এমন হতে পারে।
স্পটিংয়ের কারণ একাধিক বা একও হতে পারে। গর্ভনিরোধক ওষুধ হতেই পারে এই সমস্যার সূত্রপাত। প্রথম কোনও রকম হরমোনের ওষুধ খাওয়া শুরু করলে এই সমস্যা দেখা দিতে পারে। কিংবা হঠাৎ ওষুধ পাল্টালে বা ঠিক মতো রোজ ওষুধ না খেলেও স্পটিং হতে পারে। এছাড়াও অনেকে মেয়েরই ডিম্বস্ফোটন বা ওভিউলেশনের সময়ে অল্প স্পটিং হতে পারে। রক্তের রঙের চেয়ে একটু ফিকে হয় এর রং। ঋতুস্রাবের প্রথম দিনের ১১ দিন থেকে ২১ দিনের মধ্যে যে কোনও সময় এমন হতে পারে।
advertisement
3/7
জরায়ুতে জটিলতা থেকেও স্পটিংয়ের সমস্যা হতে পারে। ফাইব্রয়েড, পলিপ বা ক্যানসারের মতো রোগের ক্ষেত্রেও প্রথম উপসর্গ স্পটিং। পলিসিস্টিক ওভারি, এনড্রোমেট্রিয়োসিস বা অন্য কোনও টিউমার হলেও এই সমস্যা হঠাৎ দেখা দিতে পারে।
জরায়ুতে জটিলতা থেকেও স্পটিংয়ের সমস্যা হতে পারে। ফাইব্রয়েড, পলিপ বা ক্যানসারের মতো রোগের ক্ষেত্রেও প্রথম উপসর্গ স্পটিং। পলিসিস্টিক ওভারি, এনড্রোমেট্রিয়োসিস বা অন্য কোনও টিউমার হলেও এই সমস্যা হঠাৎ দেখা দিতে পারে।
advertisement
4/7
অনেক সময়ে মানসিক চাপ বাড়লে বা রোজকার রুটিনে খুব গোলমাল হলেও স্পটিং হতে পারে মেয়েদের।
অনেক সময়ে মানসিক চাপ বাড়লে বা রোজকার রুটিনে খুব গোলমাল হলেও স্পটিং হতে পারে মেয়েদের।
advertisement
5/7
এছাড়াও গনোরিয়ার মতো যৌনরোগের ক্ষেত্রে প্রথম উপসর্গ স্পটিং। পাশাপাশি অন্য কোনও উপসর্গ রয়েছে কিনা খেয়াল করুন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
এছাড়াও গনোরিয়ার মতো যৌনরোগের ক্ষেত্রে প্রথম উপসর্গ স্পটিং। পাশাপাশি অন্য কোনও উপসর্গ রয়েছে কিনা খেয়াল করুন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
6/7
অন্তঃসত্ত্বা হলে ভ্রুণ যখন প্রথম জরায়ুর দেওয়ালে প্রবেশ করে অনেকের সেই সময়ে সামান্য স্পটিং হতে পারে। তবে এটি সকলের ক্ষেত্রে হয় না। স্পটিং হওয়া মানেই ধরে নেবেন না আপনি অন্তঃসত্ত্বা। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা মেয়েদের স্পটিং হচ্ছে। বিশেষ করে প্রথম ৩ মাসে। এমনিতে খুব বেশি চিন্তার কারণ নেই। কিন্তু স্পটিং বেড়ে যদি অনেক রক্তপাত হয়, তা হলে অবিলম্বে হাসপাতালে যেতে হবে। গর্ভপাত বা টিউবাল প্রেগন্যান্সির কারণ হতে পারে সেটি।
অন্তঃসত্ত্বা হলে ভ্রুণ যখন প্রথম জরায়ুর দেওয়ালে প্রবেশ করে অনেকের সেই সময়ে সামান্য স্পটিং হতে পারে। তবে এটি সকলের ক্ষেত্রে হয় না। স্পটিং হওয়া মানেই ধরে নেবেন না আপনি অন্তঃসত্ত্বা। বেশ কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা মেয়েদের স্পটিং হচ্ছে। বিশেষ করে প্রথম ৩ মাসে। এমনিতে খুব বেশি চিন্তার কারণ নেই। কিন্তু স্পটিং বেড়ে যদি অনেক রক্তপাত হয়, তা হলে অবিলম্বে হাসপাতালে যেতে হবে। গর্ভপাত বা টিউবাল প্রেগন্যান্সির কারণ হতে পারে সেটি।
advertisement
7/7
কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? এমনিতে স্পটিং নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। স্বাভাবিক নিয়মেই বন্ধ হয়ে যায় এই সমস্যা। কিন্তু স্পটিং হওয়া কালীন অন্য কোনও উপসর্গ দেখা যাচ্ছে কি না, খেয়াল করতে হবে। যেমন জ্বর, খুব বেশি রক্তপাত, পেটে অস্বাভাবিক ব্যথা, অল্পতেই কেটে যাওয়া, মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন? এমনিতে স্পটিং নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। স্বাভাবিক নিয়মেই বন্ধ হয়ে যায় এই সমস্যা। কিন্তু স্পটিং হওয়া কালীন অন্য কোনও উপসর্গ দেখা যাচ্ছে কি না, খেয়াল করতে হবে। যেমন জ্বর, খুব বেশি রক্তপাত, পেটে অস্বাভাবিক ব্যথা, অল্পতেই কেটে যাওয়া, মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement